গত সপ্তাহে হংকং এ Qualcomm 4G/ 5G সামিটে OnePlus সহ প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছিলেন 2019 সালে 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus। সোমবার নিউ ইয়র্কে OnePlus 6T লঞ্চ ইভেন্টে কোম্পানির সিইও পিট লাউ জানিয়েছে 2019 সালের প্রথমার্ধে 5G স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।
আরও পড়ুন: ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3,700 mAh ব্যাটারি সহ লঞ্চ হল OnePlus 6T
“আমি আপনাদের সব খবর জানিয়ে দিতে পারি। কিন্তু আমাদের কোম্পানির কর্মীরা তাতে দুঃখ পাবেন।” বলে জানিয়েছেন লাউ। “আমি এটুকুই বলতে পারি যে 2019 সালের প্রথমার্ধে প্রথম 5G স্মার্টফোন বাজারে আনবে OnePlus। Qualcomm এর সাথে হাত মিলিয়ে আমরা 5G স্মার্টফোন বানানোর কাজ করছি।” বলেন তিনি।
একই ইভেন্টে Qualcomm প্রধান ক্রিস্টিয়ানো আমোন বলেন, “অন্য সব নতুন জেনারেশানের মতোই শুরুতে শুধুমাত্র প্রিমিয়াম ফোনে পৌঁছাবে 5G কানেক্টিভিটি। 2019 সালের শুরুতে 5G চিপসেট বানানোর কাজ শেষ হবে।” বলেন আমোন।
আরও পড়ুন: কেন OnePlus 6T থেকে বাদ গেল হেডফোন জ্যাক আর ওয়্যারলেস চার্জিং?
OnePlus এর মতো কোম্পানি সবার আগে 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়েছেন তিনি। 2019 সালে 5G কানেক্টিভিটিকে বাস্তবের রূপ দিতে চায় Qualcomm।
আরও পড়ুন: OnePlus 6T লঞ্চ ইভেন্ট দেখুন এখানে
2019 সালে প্রথম বাজারে আসবে 5G রেডি স্মার্টফোন। ইতিমধ্যেই Samsung জানিয়েছে আগামী বছরের ফ্ল্যাগশিপ Galaxy S10 ফোনে থাকবে 5G কানেক্টিভিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন