17 অক্টোবর লঞ্চ হবে OnePlus 6T
শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা।
কোম্পানি জানিয়েছে OnePlus 6T ফোনে ডিসপ্লে নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। লকস্ক্রিনে নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কেমন দেখাবে তার স্ক্রিনশট প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। এক ইমেলে OnePlus জানিয়েছে “আমরা সারাদিনে কয়েকশ বার ফোন আনলক করি। তাই এই পদ্ধতি সহজ হওয়া প্রয়োজন। ফেস আনলকের সাথেই নতুন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার গ্রাহককে আরও সহুজে ফোওন আনলক করতে সাহায্য করবে।” একই স্ক্রিনশটে দেখা যাচ্ছে 17 অক্টোবর এই ফোন লঞ্চ হবে।
OnePlus 6T lockscreen featuring the in-display fingerprint scanner
Photo Credit: CNET
নতুন এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ক্রিন লক। আগে Vivo V11, Vivo X20 Plus UD, Vivo X21, Vivo Nex আর Huawei Porsche Design Mate RS ফোনগুলিতে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। ইতিমধ্যেই এক রিপোর্টে জানিয়েছে মার্কিন মুলুকে T-Mobile এর সাথে হাত মিলিয়ে লঞ্চ হবে OnePlus 6T। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে কনট্রাক্টে কোন OnePlus ফোন বাজারে আসবে।
আগে এক রিপোর্টে জানা গিয়েছিল নতুন OnePlus 6T –র ডিসপ্লের উপরে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ। এর সাথেই এই ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে 550 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা) দামে লঞ্চ হবে এই ফোন।
অক্টোবর মাসে বাজারে আসবে নতুন OnePlus 6T। ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। গত কয়েক বছরের ট্রেন্ড ফলো করলে এই ফোনের নাম হতে চলেছে OnePlus 6T।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন