ইতিমধ্যেই T-Mobile-এর সাথে চুক্তি সই করেছে OnePlus। অর্থাৎ OnePlus 6T কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মার্কিন মুলুকে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করা হবে।
মার্কিন দুনিয়ায় OnePlus 6T এর দাম হতে চলেছে 550 মার্কিন ডলার।
শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus-এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা। মনে করা হচ্ছে 550 মার্কিন ডলার মূল্যে নতুন OnePlus 6T ফোন লঞ্চ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে T-Mobile-এর সাথে হাত মিলিয়ে OnePlus 6T ফোন লঞ্চ করবে OnePlus। এই প্রথম মার্কিন দুনিয়াতে কোন মোবাইল নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে সেই দেশে ফোন লঞ্চ করবে OnePlus।
এক রিপোর্ট থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই T-Mobile-এর সাথে চুক্তি সই করেছে OnePlus। অর্থাৎ OnePlus 6T কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মার্কিন মুলুকে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করা হবে। আপাতত T-Mobile নেটওয়ার্কে OnePlus 6T ফোন টেকনিকাল সাপোর্টের কাজে ব্যস্ত দুই কোম্পানির কর্মীরা।
আগেই জানানো হয়েছে মার্কিন দুনিয়ায় OnePlus 6T এর দাম হতে চলেছে 550 মার্কিন ডলার। যদিও এই দামে এখনো কোম্পানির শীলমোহর পড়েনি। পরে এই দাম বদল করতে পারে OnePlus। জনপ্রিয় টেক ওয়েবসাইট CNET এ এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। তবে এই রিপোর্টে OnePlus 6T ফোনের স্পেসিফিকেসান সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red
Itel Zeno 20 Max Launched in India With Unisoc T7100 SoC, 5,000mAh Battery: Price, Specifications