শিঘ্রই বাজারে আসতে চলেছে OnePlus এর পরবর্তী স্মার্টফোন OnePlus 6T। এই বছর অক্টোবর মাসে নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গিয়েছে। নতুন এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধজিক তথ্য জানা গিয়েছে। প্রসঙ্গত 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। লঞ্চের পরে সারা বিশ্বের স্মার্টফোন গ্রাহকদের মন জয় করেছে এই ফোন। গত কয়েক বছর ধরেই বছরে দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। সেই ট্রেন্ট মাথায় রেখেই এই বছরে OnePlus 6T ফোন লঞ্চের কথা জানাচ্ছেন টেক গুরুরা।
ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে ইন্টারনেটে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। নতুন এক রিপোর্টে OnePlus 6T ফোনের রিটেল বক্সের ছবি প্রকাশ পেল। এই ছবিতেই নতুন OnePlus 6T ফোনের গুরুত্বপূর্ণ ফিচার জানা গেল। এই ছবি দেখেই মনে করা হচ্ছে OnePlus 6T ডিসপ্লের উপরে থাকবে ওয়াটারড্রপ নচ আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই ছবি ফাঁস হয়েছে। OnePlus 6T রিটেল বাক্সে লেখা আছে "Unlock the speed"। ইতিমধ্যেই একাধিক ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ও ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ ব্যবহার করেছে Oppo। এবার সেই পথে হেঁটেই OnePlus 6T তেও একই ফিচার যোগ করবে কোম্পানি।
আগে এক রিপোর্টে জানা গিয়েছিল ইতিমধ্যেই T-Mobile-এর সাথে চুক্তি সই করেছে OnePlus। অর্থাৎ OnePlus 6T কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মার্কিন মুলুকে কোন নেটওয়ার্ক কেরিয়ারের সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন