Photo Credit: DHgate.com
OnePlus 7 ফোনে থাকছে পাতলা বেজেল আর পপ-আপ সেলফি ক্যামেরা
সম্প্রতি OnePlus 7 ফোনের একাধিক কেস এর ছবি সামনে এসেছে। সব কটি ছবিতেই কেস এর উপরে পপ-আপ ক্যামেরার জন্য কাটা দেখা গিয়েছে। নতুন ছবিতে কেস এর উপরে কাটা জায়গা OnePlus 7 ফোনে পপ-আপ ক্যামেরা থাকার খবর আরও একবার সামনে নিয়ে এল। পপ-আপ ক্যামেরা ডিজাইনের জন্যই OnePlus 7 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। থাকবে পাতলা বেজেল আর ফুল ভিউ ডিসপ্লে।
পপ-আপ সেলফি ক্যামেরা ছাড়াও কেস দেখে মনে হয়েছে OnePlus 6T ফোনের মতোই OnePlus 7 ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ যাচ্ছে। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট। এছাড়াও ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর দুটি মাইক্রোফোন। ফোনের উপরে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন।
OnePlus 7এর কেস
ছবি: DHgate.com
শিঘ্রই লঞ্চ হবে OnePlus 7। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপে থাকবে Snapdragon 855 চিপসেট। 2019 সালে লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই OnePlus 7 ফোনের পিছনেও থাকতে চলেছে তিনটি ক্যামেরা। OnePlus 7 ছাড়াও একটি 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন