Photo Credit: DHgate.com
সম্প্রতি OnePlus 7 ফোনের একাধিক কেস এর ছবি সামনে এসেছে। সব কটি ছবিতেই কেস এর উপরে পপ-আপ ক্যামেরার জন্য কাটা দেখা গিয়েছে। নতুন ছবিতে কেস এর উপরে কাটা জায়গা OnePlus 7 ফোনে পপ-আপ ক্যামেরা থাকার খবর আরও একবার সামনে নিয়ে এল। পপ-আপ ক্যামেরা ডিজাইনের জন্যই OnePlus 7 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। থাকবে পাতলা বেজেল আর ফুল ভিউ ডিসপ্লে।
পপ-আপ সেলফি ক্যামেরা ছাড়াও কেস দেখে মনে হয়েছে OnePlus 6T ফোনের মতোই OnePlus 7 ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ যাচ্ছে। ফোনের নীচে থাকছে USB Type-C পোর্ট। এছাড়াও ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর দুটি মাইক্রোফোন। ফোনের উপরে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন।
শিঘ্রই লঞ্চ হবে OnePlus 7। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপে থাকবে Snapdragon 855 চিপসেট। 2019 সালে লঞ্চ হওয়া অন্যান্য ফোনের মতোই OnePlus 7 ফোনের পিছনেও থাকতে চলেছে তিনটি ক্যামেরা। OnePlus 7 ছাড়াও একটি 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন