15 এপ্রিল লঞ্চ হতে পারে OnePlus 8 ও OnePlus 8 Pro। আপাতত OnePlus 8 সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ হলেও কয়েক মাস পরে বাজারে আসবে OnePlus 8 Lite।
Photo Credit: Twitter/ Max J.
আগামী মাসে নতুন স্মার্টফোন নিয়ে আসতে পারে OnePlus
15 এপ্রিল লঞ্চ হতে পারে OnePlus 8 ও OnePlus 8 Pro। আপাতত OnePlus 8 সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ হলেও কয়েক মাস পরে বাজারে আসবে OnePlus 8 Lite। COVID-19 অতিমারির কারণে লাইট ভার্সন লঞ্চ পিছিয়ে দিয়েছে OnePlus। OnePlus 8 Lite এ থাকতে পারে MediaTek Dimensity চিপসেট।
সম্প্রতি ম্যাক্স জে নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একটি ফোনের সামনে '15 এপ্রিল' লেখা দেখা গিয়েছে। এর পরেই OnePlus 8 সিরিজ লঞ্চ ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। পরে WinFuture ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এক অনলাইন ইভেন্ট থেকে লঞ্চ হবে OnePlus 8 ও OnePlus 8 Pro। যদিও কয়েক মাস পরে লঞ্চ হবে OnePlus 8 Lite।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের জন্য মার্চ থেকে পিছনে এপ্রিলে লঞ্চ হতে চলেছে OnePlus 8 সিরিজ।
এসে গেল Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro; এক ক্লিকে সব ফিচার
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এপ্রিলের মাঝামাঝি লঞ্চ হলেও কবে এই ফোনগুলি বিক্রি শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মেলেনি। এপ্রিলে দুটি ফোন লঞ্চের পর জুলাইতে বাজারে আসতে পারে OnePlus 8 Lite। এই ফোনে MediaTek Dimensity 1000 চিপসেট থাকতে পারে। অন্যদিকে OnePlus 8 ও OnePlus 8 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month