ক্রমশ এগিয়ে আসছে OnePlus 8 ও OnePlus 8 Pro লঞ্চ। তাল মিলিয়ে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হচ্ছে।
Photo Credit: Winfuture
তিনটি রঙে পাওয়া যাবে OnePlus 8
ক্রমশ এগিয়ে আসছে OnePlus 8 ও OnePlus 8 Pro লঞ্চ। তাল মিলিয়ে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হচ্ছে। OnePlus 8 Pro এর পিছনে একটি ক্যামেরায় 30x ডিজিটাল জুম থাকতে পারে। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই এই ফোনে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সেলফি ক্যামেরার জন্য OnePlus 8 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। তিনটি রঙে বাজারে আসতে পারে OnePlus 8।
Pricebaba ওয়েবসাইটে ঈশান অগ্রবাল জানিয়েছেন OnePlus 8 Pro তে 48 মেগাপিক্সেল IMX689 প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকবে একটি 48 মেগাপিক্সেল IMX586 আলট্রা ওয়াইড ক্যামেরা। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরায় 3x অপটিকাল জুম ও 30x ডিজিটাল জুম থাকছে। এই ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। ঈশান জানিয়েছেন OnePlus 8 Pro তে 1400nits ব্রাইটনেসের HDR10+ ডিসপ্লে থাকবে।
এটাই Poco F2! নেট পাড়ায় শুরু হল জল্পনা
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
অন্যদিকে Winfuture ওয়েবসাইটে জানানো হয়েছে OnePlus 8 -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। OnePlus 8 -এ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ছবিতে এই ফোনের সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের সঙ্গেই ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।
15 এপ্রিল লঞ্চ হতে পারে OnePlus 8 ও OnePlus 8 Pro। এই দুই ফোন লঞ্চের কয়েক মাস পরে বাজারে আসতে পারে OnePlus 8 Lite।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter