এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে লঞ্চ হয়েছিল OnePlus 8 ও OnePlus 8 Pro লঞ্চ হয়েছিল। এবার ভারতে এই দুই ফোনের বুকিং শুরু করল OnePlus।
OnePlus 8 Pro ও OnePlus 8-এ থাকবে Snapdragon 865 চিপসেট
এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশে লঞ্চ হয়েছিল OnePlus 8 ও OnePlus 8 Pro লঞ্চ হয়েছিল। এবার ভারতে এই দুই ফোনের বুকিং শুরু করল OnePlus। Amazon.in থেকে এই দুই ফোন প্রি-বুক করা যাচ্ছে। 11 মে এই দুই ফোন বিক্রি শুরু হবে। প্রি-বুকিং করলে মিলবে 1,000 টাকা ছাড়। এই দুই ফোনেই রয়েছে Snapdragon 865 চিপসেট ও সুপার ফাস্ট চার্জিং।
OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 41,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই এই ফোন পাওয়া যাবে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 44,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে OnePlus 8-এর দাম 49,999 টাকা। অনলাইন ও অফলাইনে শেষ দুই ভেরিয়েন্ট পাওয়া যাবে।
অন্যদিকে OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 54,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 12GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 59,999 টাকা খরচ হবে। Amazon.in ও অফলাইন স্টোর থেকে এই দুই ফোন কেনা যাবে।
OnePlus 8 Pro তে থাকছে ডুয়াল স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র ওজন 199 গ্রাম।
OnePlus 8 Pro-র মতোই OnePlus 8 তেও ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি থাকছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8-এ থাকছে 6.55 ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
অনেকটা কম দাম! জুলাইতে আসতে পারে OnePlus Z
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং. OnePlus 8-এর ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OxygenOS 16 Update Rolling Out to OnePlus 12R Globally, Brings New AI Tools and Upgraded Performance