বাজারে এল OnePlus 8 Pro ও OnePlus 8। এই দুই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে, 5G কানেক্টিভিটি ও 12GB পর্যন্ত RAM।
OnePlus 8 Pro-তে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে
বাজারে এল OnePlus-এর লেটেস্ট স্মার্টফোন OnePlus 8 Pro ও OnePlus 8। এই দুই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে, 5G কানেক্টিভিটি ও 12GB পর্যন্ত RAM। দুটি ফোনেই থাকছে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 865 চিপসেট। OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। অন্যদিকে OnePlus 8-এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। OnePlus 8 Pro তে রয়েছে 30W ওয়্যারলেস চার্জিং ও IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট। এই প্রথম কোন OnePlus ফোনে এই দুটি ফিচার দেখা গেল।
OnePlus 8 Pro-র দাম শুরু হচ্ছে 899 মার্কিন ডলার (প্রায় 68,400 টাকা) থেকে। অন্যদিকে OnePlus 8-এর দাম শুরু হচ্ছে 699 মার্কিন ডলার থেকে। 21 এপ্রিল ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু হবে। মার্কিন দুনিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে 29 এপ্রিল।যদিও ভারতে OnePlus 8 Pro ও OnePlus 8 -এর দাম ও লঞ্চের দিন প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।
OnePlus 8 Pro তে থাকছে ডুয়াল স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,510mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং। OnePlus 8 Pro-র ওজন 199 গ্রাম।
![]()
OnePlus 8-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে
12GB RAM, সুপার-ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo Ace 2
OnePlus 8 Pro-র মতোই OnePlus 8 তেও ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos প্রযুক্তি থাকছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেম চলবে। OnePlus 8-এ থাকছে 6.55 ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।
OnePlus 8-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট রয়েছে। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং. OnePlus 8-এর ওজন 180 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e, Affordable MacBook Said to Launch Next Year Alongside 12th Generation iPad