OnePlus 8 সিরিজের সব ফোনে 5G কানেক্টিভিটি থাকছে
এপ্রিলে লঞ্চ হতে পারে OnePlus 8 সিরিজ
গত বছরের শেষে OnePlus প্রধান পিট লাও OnePlus 8 সিরিজে 5G সাপোর্টের ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি এই খবর নইশ্চিত করেছেন পিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন বলেন, “এগিয়ে যেতে আমরা সব জায়গায় 5G ব্যবহার করছি।” যদিও 5G প্রযুক্তি ব্যবহারের জন্য ফোনের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। OnePlus 7T ও OnePlus 7T Pro -র থেকে অনেকটা বেওশি দামে OnePlus 8 সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে।
“ভবিষ্যতের কথা ভেবে আমরা সব স্মার্টফোনে 5G প্রযুক্তির ব্যবহার শুরু করেছি। বেশ কয়েক বছর ধরেই 5G প্রযুক্তিতে লগ্নি করছি আমরা।” বলেন লাও। এই মুহুর্তে বিশ্বব্যাপী হুহু করে 5G নেটওয়ার্কের প্রসার হচ্ছে। আর সেই পথে এগিয়ে যেতেই 5G ফোন লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে চিনের কোম্পানিটি।
মার্চে চিনের বাইরে লঞ্চ হবে Mi 10 সিরিজ! এবার কি ভারতে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করলে পিট জানিয়েছেন নতুন প্রযুক্তি ব্যবহার করতে কিছু অতিরিক্ত খরচ হয়। এই মুহুর্তে বিশ্বের বেশিরভার দেশেই এখনো 5G নেটওয়ার্ক পরিষেবা শুরু না হলেও OnePlus 8 সিরিজের সব ফোনে 5G প্রযুক্তির ব্যবহার অবাক করেছে। ইতিমধ্যেই Realme X50 Pro ও iWoo 3 এর মতো 5G ফোনগুলি ভারতের বাজারে পৌঁছেছে। এই দুই ফোনেই Qualocomm Snapdragon 865 চিপসেট রয়েছে। OnePlus 8 সিরিজের ফোনগুলিতেও একই চিপসেট ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters