OnePlus Ace 6T might be an upgrade over OnePlus Ace 6 (pictured)
Photo Credit: OnePlus
OnePlus 15 এবং OnePlus Ace 6-এর পর সংস্থার আরও একটি হাই-পারফরম্যান্স প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বাজারে আসছে OnePlus Ace 6T। এটি বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত ফোন হিসেবে নভেম্বরে লঞ্চ হচ্ছে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই তাদের হোম মার্কেটে স্মার্টফোনটির অগ্রিম অর্ডার নেওয়া শুরু করেছে। ব্র্যান্ডটি আজ পর্যন্ত যতগুলো স্মার্টফোন লঞ্চ করেছে, তাদের মধ্যে OnePlus Ace 6T সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ডিভাইস হতে চলেছে। OnePlus Ace 6-এর 7,800mAh ব্যাটারির থেকেও বেশি ক্ষমতার। সংস্থাটি একটি টিজারের মাধ্যমে আপকামিং ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করেছে।
OnePlus Ace 6T মডেলে 8,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি। এটি OnePlus 15 ও OnePlus Ace 6-এর যথাক্রমে 7,500mAh এবং 7,800mAh ব্যাটারির থেকেও বেশি শক্তিশালী। এমনকি, মেইনস্ট্রিম বা মূলধারার স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ওয়ানপ্লাস প্রথম যারা এত বড় ব্যাটারি দিয়ে মোবাইল বাজারে আনছে।
ওয়ানপ্লাস এস6টি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, ফলে ব্যাটারি বড় হলেও চার্জ হতে বেশি সময় লাগবে না। অন্যান্য রিপোর্ট অনুসারে, এই ফোনে 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.8 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট চালিত এই ফোনে 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 স্টোরেজ পাওয়া যেতে পারে।
OnePlus Ace 6T এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ মিলবে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। সফটওয়্যারের দিক থেকে, এটি Android 16-নির্ভর Color 16 কাস্টম স্কিম থাকবে। এছাড়াও, মেটাল মিড-ফ্রেম, NFC, ডুয়াল স্পিকার, এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, সংস্থা ইতিমধ্যেই OnePlus 15R মডেলটির লঞ্চ টিজ করেছে। এটি OnePlus Ace 6 অথবা Ace 6T-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে গ্লোবাল মার্কেটে আসবে। অন্য দিকে, OnePlus 15 গত সপ্তাহে ভারতে এসেছে। এই ফোনে 165 হার্টজ ডিসপ্লে, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 360 ডিগ্রি ক্রায়ো-ভেলোসিটি কুলিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে।
ফ্ল্যাগশিপ ফোনটির দাম ভারতে শুরু হচ্ছে 72,999 টাকা থেকে। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা। তবে HDFC ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 4,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.