6 GB RAM + 128GB স্টোরেজে এই ফোন নিয়ে আসছে চিনের সংস্থাটি। ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
Oppo A31 (2020)
ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A31 (2020)। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট। 4GB RAM ও 128GB স্টোরেজে এই ফোন লঞ্চ করেছিল Oppo। এবার 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন নিয়ে আসছে চিনের সংস্থাটি। ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
6GB RAM + 64GB স্টোরেজে Oppo A31 (2020) -র দাম 14,990 টাকা। Flipkart, Amazon ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে এই ফোন পাওয়া যাবে।
Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 Pro Mini Confirmed to Feature Snapdragon 8 Gen 5 SoC; AnTuTu Benchmark Score Teased