Oppo A31-এ রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।
Photo Credit: 91Mobiles
6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Oppo A31
ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছিল Oppo A31 (2020)। চলতি সপ্তাহে ভারতে এই ফোন নিয়ে আসতে পারে Oppo। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে নতুন ফোন লঞ্চের খবর সামনে এসেছে। Oppo A31-এ রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।
সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে জানানো হয়েছে চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে Oppo A31। সাদা ও কালো রঙে ভারতে এই ফোন পাওয়া যাবে। ইন্দোনেশিয়ায় ইতিমধ্যেই Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় 13,500 টাকা।
যখন খুশি কেনা যাবে Redmi 8A Dual, শুরু হল ওপেন সেল
![]()
Oppo A31 features an 8-megapixel selfie camera housed in a waterdrop notch
Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.0, MicroUSB পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation