জুলাই মাসে চিনে লঞ্চের পরে অগাস্ট মাসে ভারতে এসেছিল Oppo A5। লঞ্চের সময় ভারতে Oppo A5 এর দাম ছিল 14,990 টাকা। এই ফোনের দাম 1,000 টাকা কমালো চিনের স্মার্টফোন কোম্পানিটি। Oppo A5 এর অন্যতম প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা আর 4230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে Oppo A5 দিয়ে একবার চার্জ করে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক আর 11 ঘন্টা গেম খেলা যাবে।
আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে
আরও পড়ুন: Mi A2 আর Redmi Y2 আর Redmi 6A ফোনে বিশাল ডিসকাউন্ট নিয়ে হাজির Xiaomi
অগাস্ট মাসে লঞ্চের সময় ভারতে Oppo A5 এর দাম ছিল 14,990 টাকা। 1,000 টাকা দাম কমে এবার 13,990 টাকায় এই ফোন বিক্রি হচ্ছে। নীল ও রোজ গোল্ড রঙে ভারতে এই ফোন পাওয়া যাবে। অফলাইন স্টোরে নতুন দামে Oppo A5 বিক্রি শুরু হলেও অনলাইনে Amazon, Flipkart ও Paytm Mall ওয়েবসাইটে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে এই স্মার্টফোন।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে 1,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে Motorola One Power
ডুয়াল সিম Oppo A5 এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A5 এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Oppo A5 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 4GB RAM। Oppo A5 এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A5 তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড় নিয়ে আসছে Flipkart
64GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A5 পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A5 এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A5 এর ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।
আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন