Oppo A5m 5G-এর বিশেষত্ব হল 6,00mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Photo Credit: Oppo
Oppo A5m 5G available in three colorways
Oppo A5m 5G গতকাল আত্মপ্রকাশ করেছে। এটি সম্পূর্ণ নয়া ফোন বলা চলে না। কারণ ফোনটির সঙ্গে Oppo A5x 5G-এর হুবহু মিল রয়েছে। নতুন বছরের ঠিক মুখে লঞ্চ করা এই স্মার্টফোন 6,000mAh ক্ষমতার ব্যাটারি পেয়েছে, যা 45W SuperVOOC ফ্ল্যাশ ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। ডিভাইসটি 360 ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন ও ডায়মন্ড আর্কিটেকচারের সঙ্গে এসেছে, ফলে ফোন হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙবে না বা অভ্যন্তরীণ অংশে ক্ষতি হবে না। ফোনটি IP65 সার্টিফায়েড হওয়ার ফলে সম্পূর্ণ ধুলো প্রতিরোধী এবং যে কোনও দিক থেকে আগত জলের ছিটে সহ্য করতে সক্ষম। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে।
Oppo A5m 5G-এর সামনে 6.67 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, 1,000 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার অফার করে। ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি LPDDR4x র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত।
ওপ্পোর এই ফোন Android 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির পিছনের অংশে 32 মেগাপিক্সেল ক্যামেরা (ওয়াইড অ্যাঙ্গেল) রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির হাইলাইট হল 6,000mAh ব্যাটারি। আবার 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় অল্প সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
Oppo A5m 5G মডেলে Glove Mode নামে একটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এটি আঙুল তেলতেলে অথবা ভেজা থাকলেও স্ক্রিনের টাচ রেসপন্স বাড়াতে সাহায্য করবে। এছাড়াও, ডিভাইসে AI ইমেজ অ্যাসিস্ট্যান্ট, 300 শতাংশ লাউড ভলিউমের সঙ্গে নিউ জেনারেশন স্পিকার, ও DeepSeek-চালিত অ্যাসিস্ট্যান্ট আছে।
Oppo A5m 5G তিনটি স্টোরেজ অপশনে চীনে উপলব্ধ — 8 জিবি র্যাম + 127 জিবি স্টোরেজে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ। এটি ব্যাসাল্ট ব্ল্যাক, ক্রিস্টাল পিঙ্ক, ও ডায়মন্ড হোয়াইট রঙের বিকল্পে এসেছে। তবে সংস্থা এখনও দাম ঘোষণা করেনি।
প্রসঙ্গত, Oppo Find X9s নামে একটি নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। এটি ভারতের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন