উৎসবের আমেজকে কাজে লাগিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার প্রতারকরা।
Photo Credit: Unsplash/Christian Wiediger
Users are being targeted by scammers through SMS and WhatsApp
2026 সালের আগমনে উৎসবের মেজাজে গোটা পৃথিবী। বিশ্বজুড়ে চলছে নববর্ষ উদযাপনের প্রস্তুতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেজেসিং অ্যাপ 'নতুন বছর ভাল কাটুক' ধরনের মেসেজ, ছবি, এবং ভিডিওতে ভর্তি হয়ে যাচ্ছে। WhatsApp ও SMS মারফত চেনা-অচেনা নম্বর থেকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাচ্ছি আমরা। উৎসবের এই আমেজকে কাজে লাগিয়ে ফের তৎপরতা দেখাচ্ছে সাইবার অপরাধীরা। স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করে প্রতারণার জাল ফেলা শুরু করেছে তারা। সেই ফাঁদে পড়লে নিস্তার নেই। মোবাইল ফোন হ্যাক করে আপনাকে পথে বসাতে পারে তারা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেছে।।
মোবাইল ফোন আসার আগে গ্রিটিং কার্ডের মাধ্যমে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নববর্ষের শুভেচ্ছা জানানোর চল ছিল। ডিজিটাল যুগে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ফরম্যালিটি সারছি আমরা। অনেকের অভ্যাস আছে তারা যে কোনও উপলক্ষে নিজের ছবি এবং নাম দিয়ে শুভেচ্ছা জানান। নতুন স্ক্যামের টার্গেট তারাই।
স্মার্টফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে মেসেজ বা SMS পাঠিয়ে নিজের নাম ও ছবি দিয়ে কাস্টম গ্রিটিং কার্ড বানানোর প্রলোভন দেখানো হচ্ছে। এর জন্য একটি লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। কিন্তু এই লিঙ্কের আড়ালেই লুকিয়ে প্রতারণা। সেই লিঙ্কে ট্যাপ করা মাত্রই কার্ড বানিয়ে দেওয়ার আছিলায় একটি ওয়েবপেজ খুলে যাচ্ছে। তারপর সেখান থেকে APK ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে।
দেখতে নিরীহ ও সাধারণ মনে হলেও, APK ইনস্টল করলে ফোনে ম্যালওয়ার ঢোকার দরজা পুরো খুলে যায়। এর ফলে ফোনের নিয়ন্ত্রণ সরাসরি প্রতারকদের হাতে চলে যায়। আপনার ব্যাঙ্কিং ডিটেলস, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবির মতো তথ্য হাতিয়ে নিতে পারে তারা।
হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইমস ইউনিটের নির্দেশিকাকা দিয়ে জানিয়েছে, নিউ ইয়ার স্ক্যামেরা মাধ্যমে অপরাধীরা ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কিং ডেটা চুরি করার চেষ্টা করছে। ম্যালওয়্যার একবার ইনস্টল হয়ে গেলে ডিভাইসের সম্পূর্ণ কন্ট্রোল প্রতারকদের কব্জায় চলে যাবে। প্রতারণা থেকে বাঁচতে নাগরিকদের কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।
1. অচেনা নম্বর বা সন্দেহজনক মেসেজে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করবেন না।
2. WhatsApp বা SMS-এর মাধ্যমে আসা APK ফাইল ডাউনলোড বা ইনস্টল করা থেকে বিরত থাকুন।
3. শুধুমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ডাউনলোড করুন, যেমন Google Play Store।
4. কোনও অ্যাপ অপ্রয়োজনীয় পারমিশন চাইলে সতর্ক হোন ও ফোন থেকে মুছে ফেলুন।
যদি কেউ মনে করেন যে তারা এই ধরনের স্ক্যামের শিকার হয়েছেন, তাহলে অবিলম্বে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে পুলিশ। জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন 1930 নম্বরে যোগাযোগ করা যেতে পারে, অথবা cybercrime.gov.in পোর্টালে অভিযোগ দায়ের করতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন