চলতি বছর মার্চে ফ্ল্যাগশিপ সিরিজে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছিল Oppo। ইউরোপে লঞ্চ হয়েছে Oppo Find X2 Pro ও Find X2। 17 জুন ভারতে আসছে এই ফোনগুলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন চিনের কোম্পানিটি। দুই ফোনে রয়েছে 120Hz আলট্রা ভিশন হোল-পাঞ্চ ডিসপ্লে। Oppo Find X2 Pro -তে রয়েছে পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 10x হাইব্রিড জুম ও 60x ডিজিটাল জুম করা যাবে।
Oppo Find X2 Pro -র দাম শুরু হচ্ছে 1,199 ইউরো (প্রায় 1,67,300 টাকা) থেকে। 12GB RAM + 512GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে Find X2 -র দাম 999 ইউরো (প্রায় 84,400 টাকা)।
Oppo Find X2 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 512GB স্টোরেজ ও 4,260 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।
Oppo Find X2 Pro -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo Find X2 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।
Oppo Find X2 -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ও একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন