Oppo Find X8 Pro Available with up to Rs 19,000 Discount
Photo Credit: Oppo
Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে। এই লাইনআপের অধীনে Find X9 এবং Find X9 Pro দেশের বাজারে আসতে চলেছে। কিন্তু তার আগে এমন একটি অফারের কথা জানানো আপনাদের যা শুনলে অবাক হতে হবে। Find X9 Pro আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার আগে, ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে পূর্বসূরী Find X8 Pro প্রায় 19,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। যে সমস্ত ক্রেতারা স্লিক প্যাকেজে লাক্সারি ও পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এটি ভাল বিকল্প হতে পারে। এই ফোনের পিছনের তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেলের এবং ফ্ল্যাগশিপ-স্তরের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স প্রদান করে।
Oppo Find X8 Pro গত বছর নভেম্বরে 99,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম ছিল। ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, 15,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে (নন-EMI) 4,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। সমস্ত অফার মিলিয়ে প্রায় 19,000 টাকা সাশ্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
এইচডিএফসি এবং ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডে 2,985 টাকার EMI স্কিমে ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো কেনা যাবে৷ এই ক্ষেত্রে 36 মাস কিস্তি চলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস, অ্যাক্সিস, কোটাক, আইসিআইসিআই, ও আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 24 মাসের জন্য 4,157 টাকার EMI স্কিম আছে। এছাড়াও, এসবিআই (SBI) ও ফ্লিপকার্ট এসবিআই কার্ডে 24 মাসের জন্য 4,137 টাকার স্কিম উপলব্ধ। হ্যান্ডসেটটি পার্ল হোয়াইট ও স্পেস ব্ল্যাক রঙে কেনা যাবে।
ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো এর সামনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,264 x 2,780 পিক্সেল রেজোলিউশন, ডলবি ভিশন, 1 বিলিয়ন কালার, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ফোনটিতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Dimensity 9400 প্রসেসর ব্যবহার হয়েছে। এতে 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,910mAh ব্যাটারি রয়েছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.6 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপারচার ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একজোড়া 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.