Oppo Find X9 Pro Features a 200 Megapixel Telephoto Periscope Camera
Oppo Find X9 সিরিজ নভেম্বর 18 ভারতে লঞ্চ হচ্ছে। সংস্থার তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। এই সিরিজের অধীনে ফ্ল্যাগশিপ Find X9 ও Find X9 Pro ভারতের বাজারে উন্মোচিত হবে। স্ট্যান্ডার্ড Oppo Find X9 এর দাম যে ফাঁস হয়েছে, তা আপনারা আগেই Gadgets 360 বাংলার প্রতিবেদন থেকে জানতে পেরেছেন। এবার Oppo Find X9 Pro কেমন দামে এ দেশে লঞ্চ হবে, সেই তথ্য প্রকাশ্যে চলে এসেছে। হ্যান্ডসেটটির ভারতীয় ভেরিয়েন্ট MediaTek Dimensity 9500 প্রসেসরে চলবে, যেমনটা গ্লোবাল ও চাইনিজ ভার্সনে দেখা গেছে। এতে Hasselblad-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 200 মেগাপিক্সেলের।
টেক ব্লগার অভিষেক যাদব X প্ল্যাটফর্মে Oppo Find X9 Pro এর রিটেল বাক্সের ছবি প্রকাশ করেছেন। সেখানে এর ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআরপি (MRP) উল্লেখ আছে 1,09,999 টাকা। আর এটি বিক্রি হবে 99,999 টাকায়। এই দামে 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Find X8 Po গত বছর নভেম্বরে 99,999 টাকা দামে এ দেশে লঞ্চ হয়েছিল। অর্থাৎ, আপগ্রেড ভার্সনের দাম অপরিবর্তিত থাকছে।
অন্য দিকে, Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। তুলনাস্বরূপ, Find X8 গত বছর নভেম্বরে 69,999 টাকায় ভারতে পা রেখেছিল। যদি খবর সঠিক হয়, তাহলে আপগ্রেড সংস্করণের দাম মাত্র 5,000 টাকা বাড়ছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বিশেষ উন্নতি করেছে। ফোনটির পিছনে f/1.5 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম, f/2.1 অ্যাপারচার, ও 70 মিমি লেন্স সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Oppo Find X9 Pro এর চীনা ভার্সনে 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), ডলবি ভিশন, HDR10+, HDR Vivid, এবং 3,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। এই ফোনে 7,500mAh ব্যাটারি ব্যবহার হয়েছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.