Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
OnePlus 15 চলতি বছরের অন্যতম বহুল প্রত্যাশিত স্মার্টফোন। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট থাকবে।Oppo Find X9 সিরিজে Hasselblad-ব্র্যান্ডেড কোয়াড ক্যামেরা সেটআপ মিলবে। iQOO 15 মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে।iQOO 15 মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে। Vivo X300 Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।