OnePlus 15, Vivo X300 সিরিজ, iQOO 15, এবং Oppo Find X9 লাইনআপ অক্টোবরে চীনে লঞ্চ হচ্ছে।
Photo Credit: OnePlus
OnePlus 15 বছরের অন্যতম বহুল প্রত্যাশিত স্মার্টফোন
বিগত নয়টা মাস যেন ঝড়ের গতিতে অতিক্রান্ত হল। দেখতে দেখতে অক্টোবর মাসে পা দিল 2025 সাল। বিশেষত এই সময়টা অর্থাৎ বছরের চতুর্থ বা অন্তিম ত্রৈমাসিকে চাইনিজ স্মার্টফোন নির্মাতাদের ব্যস্ততা তুঙ্গে। এই মাসে চীনে একের পর এক দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ মোবাইল ফোন লঞ্চ হবে। তালিকায় রয়েছে OnePlus 15, Vivo X300 সিরিজ, iQOO 15, এবং Oppo Find X9 লাইনআপ। এই সমস্ত ফোনে নজরকাড়া ডিজাইনের সঙ্গে অসাধারণ ফিচার্স, ও সুপারফাস্ট পারফরম্যান্স পাওয়া যাবে। চলুন অক্টোবর মাসে লঞ্চ হতে চলা ফোনগুলির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Vivo X300 ও Vivo X300 Pro চীনে অক্টোবর 13 লঞ্চ করা হবে। এই সিরিজে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলির বিশেষত্ব হবে দুর্ধর্ষ ক্যামেরা সিস্টেম। উভয় মডেলেই 200 মেগাপিক্সেল ক্যামেরা Zeiss ব্র্যান্ডেড ইমেজিং সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। Vivo X300 সিরিজ প্রথম স্মার্টফোন হবে যা ডুয়াল চ্যানেল UFS 4.1 ফোর-লেন স্টোরেজ অফার করবে। ভিভোর দাবি, এটি রিডিং ও রাইটিং স্পিড 70 শতাংশেরও বেশি বৃদ্ধি করবে। X300 Pro ভেরিয়েন্টে 85 মিমি 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।
OnePlus 15 চলতি বছরের অন্যতম বহুল প্রত্যাশিত স্মার্টফোন। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত ওয়ানপ্লাসের প্রথম মডেল হতে চলেছে। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। স্মার্টফোনটি দেখতে কিছুটা OnePlus 13s-এর মতো যা গত জুনে ভারতে লঞ্চ হয়েছে। ফোনটিতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 7,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে।
OnePlus 15-এর মতোই iQOO 15 চলবে Qualcomm এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে। এর সামনে 2K রেজোলিউশনের LTPO AMOLED ডিসপ্লে থাকবে। পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স মিলতে পারে। এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি থাকতে পারে। স্মার্টফোনটি IP68 + IP69 জলরোধী রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করতে পারে।
Oppo Find X9 সিরিজ অক্টোবর 16 চীনে লঞ্চ হচ্ছে। Find X9 এবং Find X9 Pro — দুই ফোনের পিছনেই Hasselblad-ব্র্যান্ডেড কোয়াড ক্যামেরা সেটআপ আছে। বেস মডেলটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, পেরিস্কোপ টেলিফটো সেন্সর, এবং মেগাপিক্সেল "মাল্টি-স্পেকট্রাল" লেন্স ব্যবহার করা হবে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন