Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন

Oppo Find X9 ও Find X9 Pro নভেম্বর 18 তারিখে ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে।

Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন

Photo Credit: Oppo

Oppo Find X9 Pro Features a 200 Megapixel Camera

হাইলাইট
  • Oppo Find X9 সিরিজে Dimensity 9500 প্রসেসর আছে
  • Find X8 Pro মডেলে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে
  • Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হবে
বিজ্ঞাপন

Oppo Find X9 সিরিজ নভেম্বর 18 ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে। চীন ও গ্লোবাল মার্কেটের মতো এ দেশে Find X9 ও Find X9 Pro উভয় মডেল আসছে। বাইরের  মার্কেটে লঞ্চ হওয়া কারণে ফোনগুলোর এমন কোনও বৈশিষ্ট্য নেই, যার সম্পর্কে আমরা ওয়াকিবহল নই। ফলে দুই ফোন নিয়ে প্রত্যাশার পারদ চরমে। Oppo Find X9 সিরিজ গতকাল লঞ্চ করা OnePlus 15, এবং আসন্ন iQOO 15 ও Vivo X300 লাইনআপকে টেক্কা দেবে। অফিসিয়াল রিলিজের আগে, এখন Find X9 এবং Find X9 Pro উভয়ের দাম ফাঁস হয়েছে। জানিয়ে রাখি, এই স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ও Hasselblad এর সহযোগিতায় তৈরি ক্যামেরা রয়েছে। Find X9 Pro মডেলটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান।

Oppo Find X9 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস 

টিপস্টার পারস গুগলানি তাঁর X প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা (12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হবে। অন্য দিকে, 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 84,999 টাকা থাকবে। উল্লেখ্য, OnePlus 15 এর 12 জিবি + 256 জিবি ও 16 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 72,999 টাকা ও 79,999 টাকা।

অন্য দিকে, Oppo Find X8 Pro বিক্রি হবে 99,999 টাকায়। এটি 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে পাওয়া যাবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Find X8 Po গত বছর নভেম্বরে 99,999 টাকা দামে এ দেশে আত্মপ্রকাশ করেছিল। তবে স্ট্যান্ডার্ড Find X8 মডেলটির লঞ্চ প্রাইস 69,999 টাকা ছিল।

স্পেসিফিকেশনের কথা বললে, Oppo Find X9 এর চাইনিজ ভার্সন 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। অন্য দিকে, Find X9 Pro মডেলে 6.78 ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন রয়েছে। Find X9 ও Find X9 Pro যথাক্রমে 7,025mAh ও 7,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনগুলো 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Find X9 এর পিছনে f/1.6 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। Pro ভ্যারিয়েন্টেও প্রথম দুই ক্যামেরা অপরিবর্তিত থাকলেও, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  2. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  3. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  4. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  5. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  6. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  7. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  8. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  9. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
  10. 15,000 টাকার কমে কিনুন 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারির ফোন, আজ থেকেই সেল শুরু
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »