Oppo Find X9 ও Find X9 Pro নভেম্বর 18 তারিখে ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে।
Oppo Find X9 Pro Features a 200 Megapixel Camera
Oppo Find X9 সিরিজ নভেম্বর 18 ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হচ্ছে। চীন ও গ্লোবাল মার্কেটের মতো এ দেশে Find X9 ও Find X9 Pro উভয় মডেল আসছে। বাইরের মার্কেটে লঞ্চ হওয়া কারণে ফোনগুলোর এমন কোনও বৈশিষ্ট্য নেই, যার সম্পর্কে আমরা ওয়াকিবহল নই। ফলে দুই ফোন নিয়ে প্রত্যাশার পারদ চরমে। Oppo Find X9 সিরিজ গতকাল লঞ্চ করা OnePlus 15, এবং আসন্ন iQOO 15 ও Vivo X300 লাইনআপকে টেক্কা দেবে। অফিসিয়াল রিলিজের আগে, এখন Find X9 এবং Find X9 Pro উভয়ের দাম ফাঁস হয়েছে। জানিয়ে রাখি, এই স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ও Hasselblad এর সহযোগিতায় তৈরি ক্যামেরা রয়েছে। Find X9 Pro মডেলটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান।
টিপস্টার পারস গুগলানি তাঁর X প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা (12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ) থেকে শুরু হবে। অন্য দিকে, 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 84,999 টাকা থাকবে। উল্লেখ্য, OnePlus 15 এর 12 জিবি + 256 জিবি ও 16 জিবি ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 72,999 টাকা ও 79,999 টাকা।
অন্য দিকে, Oppo Find X9 Pro বিক্রি হবে 99,999 টাকায়। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে পাওয়া যাবে। জানিয়ে রাখি, পূর্বসূরী Find X8 Po গত বছর নভেম্বরে 99,999 টাকা দামে এ দেশে আত্মপ্রকাশ করেছিল। তবে স্ট্যান্ডার্ড Find X8 মডেলটির লঞ্চ প্রাইস 69,999 টাকা ছিল।
স্পেসিফিকেশনের কথা বললে, Oppo Find X9 এর চাইনিজ ভার্সন 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। অন্য দিকে, Find X9 Pro মডেলে 6.78 ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন রয়েছে। Find X9 ও Find X9 Pro যথাক্রমে 7,025mAh ও 7,500mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনগুলো 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Find X9 এর পিছনে f/1.6 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। Pro ভ্যারিয়েন্টেও প্রথম দুই ক্যামেরা অপরিবর্তিত থাকলেও, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery