Oppo Find X9 এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। Find X9 Pro ভেরিয়েন্টে প্রথম দুই ক্যামেরা অপরিবর্তিত, তবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেলের।
Oppo Find X9 এর দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, Find X9 Pro এ দেশে 99,999 টাকা দামে আসবে। এতে 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ থাকবে।
Oppo Find X9 Pro এর দাম ভারতে 99,999 টাকা হবে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। গত বছর নভেম্বরে Find X8 Pro এ দেশে 99,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। অর্থাৎ, আপগ্রেড ভার্সনের দাম অপরিবর্তিত থাকছে।