Oppo Find X9 সিরিজেও ট্রিপল ক্যামেরা আছে
Photo Credit: Oppo
Oppo Find X9s আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। ফ্ল্যাগশিপ Oppo Find X9 ও X9 Pro গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। আসন্ন স্মার্টফোনটি এই মূল Find X9 সিরিজের তুলনায় কম দামে বাজারে আসবে। ফলে ক্রেতাদের হাতের নাগালে থাকবে। সংস্থা এখনও কিছু প্রকাশ করলেও, একটি সূত্র থেকে Oppo Find X9s মডেলটির ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, এবং ব্যাটারির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। হ্যান্ডসেটটি LTPS প্রযুক্তির OLED ডিসপ্লে ব্যবহার করবে। হাই-পারফরম্যান্সের জন্য, MediaTek Dimensity 9500 Plus প্রসেসর থাকবে। 7,000mAh ব্যাটারি বারবার চার্জে বসানোর ঝামেলা থেকে মুক্তি দেবে। ফোনটির প্রতিটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেলের হবে বলে দাবি করা হয়েছে৷
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গেছে, Oppo Find X9s একটি 6.3 ইঞ্চি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসবে। স্ক্রিনে লো টেম্পারেচার পলিসিলিকন প্রযুক্তি ব্যবহার করা হবে, ফলে উজ্জ্বল এবং পরিষ্কার ছবি উপভোগ করা যাবে। ডিসপ্লের চার দিকেই সমান মাপের বেজেল থাকবে এবং কোণগুলি গোলাকার হবে। এটি 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
ফটোগ্রাফি ডিপার্টমেন্টের প্রসঙ্গে এলে, ওপ্পো ফাইন্ড এক্স9এস তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা নিয়ে আসতে পারে — 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
ওপ্পোর নতুন ফোনে ডাইমেনসিটি 9500 প্লাস চিপসেট দেওয়া হতে পারে, যা ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9500 প্রসেসরের একটি ওভারক্লকড ভার্সন হতে পারে। উল্লেখ্য, টিপস্টারের আগের একটি পোস্টে বলা হয়েছিল, এটি 7,000mah ব্যাটারির সঙ্গে আসতে পারে, যা ওয়্যার্ড ও ওয়্যারলেস উভয় ধরনের চার্জিং সাপোর্ট করবে। সংক্ষেপে, Oppo Find X9s একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে।
উল্লেখ্য, Oppo Find X9 সিরিজ গ্লোবালি অক্টোবর 28 লঞ্চ হচ্ছে৷ এটি নভেম্বরে ভারতে আসতে পারে। উভয় ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, Android 16 ভিত্তিক ColorOS 16, IP66 + IP68 + IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং, Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। Pro ভেরিয়েন্টে উন্নত 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।
চীনে Oppo Find X9-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান (প্রায় 54,200 টাকা)। অন্য দিকে, Oppo Find X9 Pro-এর মূল্য 5,299 ইউয়ান (প্রায় 65,300 টাকা) থেকে সর্বোচ্চ 6,699 ইউয়ান (প্রায় 82,600) টাকা পর্যন্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.