Photo Credit: Weibo/ Oppo
Oppo Find N5 চীনে Oppo Watch X2 এর সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে
Oppo Find N5-ফোনটি পরবর্তী সপ্তাহে বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে। বেশ কিছু টীজারের পর অবশেষে কোম্পানি নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী ফোল্ডবল ফোনটি একই তারিখে চীন সহ বিশ্বের অন্যান্য বাজারেও উন্মোচিত হবে। আসন্ন Find N5-ফোনটিতে 3D-মুদ্রিত টাইটানিয়াম অ্যালোয়ের কবজা (hinge) থাকবে।এবং একটি বহির্মুখী ট্রিপল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হতে পারে। এছাড়াও কোম্পানি তিনটি রঙের বিকল্পের সাথে ফোল্ডবল ফোনটির ডিজাইন প্রকাশ করেছে-এটির মধ্যে একটি সম্ভবত চীনের বাইরে প্রকট হবে না।
আসন্ন Oppo Find N5-হ্যান্ডসেটটি আগামী 20-ফেব্রুয়ারি সিঙ্গাপুরের একটি অনুষ্ঠানে লঞ্চ হতে চলেছে। কোম্পানি জানিয়েছে যে, অনুষ্ঠানটি সন্ধ্যে 7টায় শুরু হবে, ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:30।এর মানে আসন্ন হ্যান্ডসেটটি একই সঙ্গে চিন সহ বিশ্বের বাজারে লঞ্চ হতে চলেছে। এর আগে নিশ্চিত করেছিল যে, চীনের একটি আসন্ন অনুষ্ঠানে Oppo Watch X2 স্মার্টওয়াচটিও লঞ্চ করা হবে।
Weibo-তে একটি টিজার উপস্থাপনের জন্য কোম্পানিকে ধন্যবাদ, যেখান থেকে আমরা জানতে পেরেছি, Oppo Find N5-ফোনটি জাদে-হোয়াইট, সাটিন-ব্ল্যাক এবং টুইলাইট-পার্পল রঙের বিকল্পে পাওয়া যাবে। যাইহোক ইউটিউবেতে (উপরে দেখুন) স্মার্টফোনগুলোর বিশ্বের লঞ্চ ইভেন্টের টিজারটিতে পার্পল রঙের বিকল্পটি যুক্ত করা হয়নি।
Oppo Find N5-এর “About” বিভাগের একটি ফাঁস হওয়া স্ক্রিন শটটি (ভায়া-Gizmochina) আসন্ন স্মার্টফোনটির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি সম্প্রতি উন্মোচিত হওয়া সাতটি কোর বিশিষ্ট Snapdragon 8 Elite-চিপসেট দ্বারা সজ্জিত হতে পারে এবং পাশাপাশি এটিতে 512 জিবি স্টোরেজ ও 16 জিবি RAM যুক্ত করা হতে পারে, যেটি 12 জিবি অব্যবহৃত স্টোরেজের মাধ্যমে ভার্চুয়ালি বাড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।
হ্যান্ডসেটটির পিছনের অংশে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে যার মধ্যে একটি 50-মেগাপিক্সেলের প্রধান সেন্সর, সাথে আরও একটি 50-মেগাপিক্সেলের এবং একটি 8 মেগাপিক্সেলের সেন্সর থাকবে, এগুলি একটি টেলিফটো এবং একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা হতে পারে। আশা করা যাচ্ছে, ফোনটি দুটি 8-মেগাপিক্সেলের ক্যামেরা পাবে, যার মধ্যে একটি কভার স্ক্রীনে ও একটি ইনার ডিসপ্লেতে থাকবে।
আমরা আশা করতে পারি যে, আসন্ন হ্যান্ডসেটটি প্রথম থেকেই কোম্পানির ColorOS 15 ইউজার ইন্টারফেসের সাথে Android 15 দ্বারা চালিত হবে। ফাঁস হওয়া স্ক্রিনশটটিতে আরো প্রকাশ করা হয়েছে যে, এটিতে 80W-তারযুক্ত এবং 50W-তারবিহীন চার্জিং সমর্থিত একটি 5,600mAh-ব্যাটারী থাকতে পারে। যদি ফাঁস হওয়া স্ক্রিনশট সত্যিই হয়, তাহলে ফেব্রুয়ারি 20 এর উদ্বোধনের কিছুদিন আগেই খুব কাছ থেকে আমরা Oppo Find N5-এর একটি ঝলক দেখতে পারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন