Oppo লঞ্চ করলো বইয়ের মত একটি ফোল্ডবল স্মার্টফোন-Oppo Find N5

Oppo Find N5-ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে

Oppo লঞ্চ করলো বইয়ের মত একটি ফোল্ডবল স্মার্টফোন-Oppo Find N5

Photo Credit: Oppo

Oppo Find N5 একটি বড় 6.62-ইঞ্চি AMOLED কভার স্ক্রিন দিয়ে সজ্জিত

হাইলাইট
  • Oppo Find N5 একটি বড় 6.62-ইঞ্চি AMOLED কভার স্ক্রিন দিয়ে সজ্জিত
  • ফোনটিতে Adreno 830 GPU-এর সাথে Snapdragon 8 Elite SoC থাকছে
  • এটি AI-Unblur, AI-কল-সামারি সহ অন্যান্য AI ফিচারগুলির সাথে এসেছে
বিজ্ঞাপন

চাইনিজ অরিজিন্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারের (OEM) পক্ষ থেকে বিগত বৃহস্পতিবার নতুন বুক স্টাইল ফোল্ডবল স্মার্টফোন Oppo Find N5-হ্যান্ডসেটটি বিশ্বের বাজারে লঞ্চ করা হয়েছে।এটি 2023-সালের Find N3-এর উত্তরসূরী হিসেবে এসেছে ,যেটি কোলাকোমের ফ্লাগশিপ Snapdragon 8 Elite চিপসেট পেয়েছিল,যার কারণে এটি ডিভাইসের মধ্যে এবং ক্লাউড ভিত্তিক কৃত্রিমবুদ্ধিমত্তার(AI) ক্ষমতাগুলি পেয়েছে। এটি উইং প্লেটে গ্রেড ৫ টাইটানিয়াম অ্যালয় ব্যবহার করায় এর ফ্লেক্সিয়ন হিঞ্জ ডিজাইন আগের তুলনায় ৩৬ শতাংশ বেশি দৃঢ়।

Oppo-দাবি করেছে যে, Find N5-হ্যান্ডসেটটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডবল, ভাঁজ থাকর সময় যার পরিমাপ 8.93মিমি এবং ওজন 229গ্রাম।

Oppo Find N5-এর দাম:

Oppo Find N5-এর 16জিবি+512জিবি স্টোরেজটির দাম SGD 2,499।হ্যান্ডসেটটি মিস্টি-হোয়াইট এবং কসমিক-ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে।এটি সিঙ্গাপুরের বাজারে আগামী 28-ফেব্রুয়ারি থেকে কেনা যাবে।

Oppo Find N5-এর স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানো-সিম সমৃদ্ধ Oppo Find N5-ফোনটি Android 15-ভিত্তিক ColorOS 15-দ্বারা চালিত।এটিতে একটি বড় 8.12 ইঞ্চির 2K(2,480×2248 পিক্সেল) LTPO AMOLED স্ক্রিন আছে। যেটির পিক্সেল-ডেন্সিটি 412ppi এবং ডায়নামিক রিফ্রেশ-রেট 120Hz। অভ্যন্তরীণ স্ক্রিনটিতে 240Hzপর্যন্ত টাচ্ রেসপন্স-রেট আছে এবং এটি 2100নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা সমর্থন করে।এছাড়াও কোম্পানি দাবি করেছে এটি TUV রাইনল্যান্ডের মিনিমাইজড ক্রিজ সার্টিফিকেশন পেয়েছে। ডিসপ্লেটিতে আলট্রা-থিন গ্লাসের(UTG)সুরক্ষা আছে। ফোনটির অন্যদিকে 6.62-ইঞ্চির 2K (2616×1140 পিক্সেল) AMOLED স্ক্রিন যুক্ত কভার স্ক্রিন আছে।যেটির পিক্সেল-ডেন্সিটি 431ppi এবং রিফ্রেশ-রেট 120Hz।

নতুন হ্যান্ডসেটটি কোয়ালকমের Snapdragon 8 Elite-চিপসেট দ্বারা চালিত,যেটিতে 16জিবি LPDDR5X RAM এবং 512 জিবি UFS 4.0-স্টোরেজ দেওয়া আছে। দ্বিতীয় প্রজন্মের 3nm আর্কিটেকচার এবং একটি Hexagon NPU-এর সাথে চিপটি 45% উন্নতমানের AI-কার্যক্ষমতার দাবী করে।এছাড়াও এটিতে একটি Ardeno 830 GPU আছে।

হ্যান্ডসেটটি অনেক AI-ফিচার সমর্থন করে যেমন,AI সার্চ, যেটি ব্যবহারকারীদের হোম স্ক্রিনটিকে নামাতে দেয় এবং প্রশ্ন সার্চ করতে দেয়।এদিকে, AI কল সামারি ফিচারটির মাধ্যমে কলের ট্রান্সক্রিপশন তৈরি, সারাংশ তৈরি এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করতে পারবে।Find N5-এ ডুয়াল-স্ক্রিন অনুবাদ ও ব্যাখ্যা করার ফিচার থাকবে বলে দাবি করা হয়েছে।এছাড়াও এটি AI সারাংশ, AI-স্পিক এবং AI-রাইটার নিয়ে গঠিত একটি Oppo AI-টুলবক্স পেয়েছে- সমস্ত ভাষার টুল গুলির লক্ষ্য হলো AI-এর সাহায্যে উন্নতমানের লেখা ও পড়ার অভিজ্ঞতা প্রদান করা। ColorOS 15-র ফটো এডিটিং ফিচারের স্যুট পেয়েছে, যেখানে AI-clarity-enhance,AI-ইরেজ,AI আনব্লার এবং আরো অনেক কিছু যুক্ত করা হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এটিতে হ্যাসলব্লাড-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যেটিতে EIS এবং OIS সহ একটি 50- মেগাপিক্সেলের f/1.8-এর প্রধান সেন্সর, OIS এবং 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ একটি 50-মেগাপিক্সেলের f/2.7 পেরিস্কোপ টেলিফটো সেন্সর, এবং OIS ও 116 ডিগ্রি ফিল্ড অফ-ভিউ-এর সাথে 50- মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। ফোনটির ভিতরে এবং বাইরের ডিসপ্লেতে একটি 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

সংযোগের ক্ষেত্রে ফোনটিতে 5G,4G LTE,Wi-Fi 7, ব্লুটুথ 5.3 GPS/A-GPS,NFC,GPS,Galileo,GLONASS,Beidou QZSS এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া আছে। এছাড়াও এতে স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেন্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। ফোনটিতে 80W SUPERVOOC (তারযুক্ত) এবং 50W AIRVOOC তারবিহীন চার্জিং সমর্থিত একটি 5,600mAh ডুয়াল সেল ব্যাটারী দেওয়া আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. CMF Headphone Pro: চাকা ঘুরিয়ে শব্দ নিয়ন্ত্রণ! পুজোয় আসছে অভিনব হেডফোন
  2. Leica-র দুর্ধর্ষ ক্যামেরায় বাজিমাত করবে Xiaomi 15T, কেমন ফিচার্স থাকবে দেখুন
  3. 6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi
  4. ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI
  5. Moto G36 সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে আসছে
  6. এই প্রথম ট্যাবে 7 বছর Android আপগ্রেড মিলবে, বড় চমক নিয়ে আসছে Samsung Galaxy Tab A11 সিরিজ
  7. সমস্ত সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিল iPhone 17 Pro Max, তিন দিনে স্টক শেষ
  8. Flipkart সেলে 8,799 টাকায় মিলবে দুর্দান্ত Poco 5G স্মার্টফোন, দেখে নিন সব অফার
  9. 6,500mAh ব্যাটারি, IP69 রেটিং সহ দেশে আসছে Vivo V60e 5G, লঞ্চের আগেই দাম ফাঁস হল
  10. iPhone 17 Pro Max-এর মতো ফিচার নিয়ে লঞ্চ হবে iQOO 15, চমক ব্যাটারি, প্রসেসরেও
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »