Oppo Reno 15 এর সামনে একটি 6.32 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে।
Photo Credit: Oppo
Oppo Reno 15 to Launch in China on November 17
Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট গতকাল ঘোষণা হয়েছে। Reno 15 এবং Reno 15 Pro নভেম্বর 17 চীনে লঞ্চ হচ্ছে। ফোনগুলো ডিসেম্বর মাসেই ভারতে আসার জল্পনা শোনা যাচ্ছে। এখন স্ট্যান্ডার্ড মডেলটির সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Oppo Reno 15 এর মুখ্য আকর্ষণ হবে ফটোগ্রাফি সিস্টেম। রেনো সিরিজের ইতিহাসে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা (ব্যাক) দেখতে পাবো আমরা। ফোনটিতে Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হবে। এটি Google-এর লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি শক্তিশালী 6,200mAh ব্যাটারির সঙ্গে আসবে।
চীনা টেলিকম লিস্টিংয়ে PLW110 মডেল নম্বরের একটি ফোন দেখা গিয়েছে। এটি নেক্সট জেনারেশন রেনো ফোন তথা ওপ্পো রেনো 15 বলে মনে করা হচ্ছে। এই মডেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে — অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কল করার জন্য, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মিলবে।
Reno 15 এর সামনে একটি 6.32 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন (2,640 x 1,216 পিক্সেল) সমর্থন করবে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসরে রান করবে। এটি 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে।
Oppo Reno 15 এর 6,200mAh ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম স্কিনের সঙ্গে আসবে। এছাড়াও, ফোনটিতে এনএফসি সাপোর্ট এবং অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম থাকবে। ডিভাইসটি অরোরা ব্লু স্টারলাইট ব্লু, ও ক্যানেল ব্রাউন কালার অপশনে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, Oppo Find X9 সিরিজ নভেম্বর 18 ভারতে লঞ্চ হচ্ছে। Find X9 এর দাম ভারতে 74,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, Find X9 Pro বিক্রি হবে 99,999 টাকায়। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অফার করবে। উভয় ফোনে Dimensity 9500 প্রসেসরে ও Hasselblad-এর সহযোগিতায় তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery