আগামী সপ্তাহে ভারতে আসছে Oppo Reno 2। সম্প্রতি এই ফোনের নতুন টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সেখানে জানানো হয়েছে নতুন Oppo Reno 2 তে থাকছে Snapdragon 730G চিপসেট আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। ইতিমধ্যেই Oppo জানিয়েছে Reno 2 ফোনে থাকছে 20X জুম। 28 অগাস্ট লঞ্চের আগে এই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ করল চিনের কোম্পানিটি।
28 অগাস্ট লঞ্চ হতে চলেছে Oppo Reno 2। গোটা বিশ্বে সবার আগে ভারতে এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। Oppo Reno 2 ফোনে Oppo Reno ফোনের মতোই থাকছে সাইড সুইং সেলফি ক্যামেরা। তবে নতুন Oppo Reno 2 এর প্রধান আকর্ষন ফোনের পিছনে চারটি ক্যামেরা। Oppo Reno ফোনের পিছনের ক্যামেরায় ছিল 10x জুম। নতুন Oppo Reno 2 ফোনের পিছনে 20X জুম থাকবে। 2019 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Oppo Reno।
Oppo Reno 2 ফোনে থাকবে একটি 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে Gorilla Glass এর সুরক্ষা। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 93.1 শতাংশ। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragomn 730G চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। এর সাথেই থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
ইতিমধ্যেই Oppo জানিয়েছে 28 অগাস্ট লঞ্চ হবে Oppo Reno 2। ভারতেই প্রথম এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছে চিনের কোম্পানিটি। তবে ধীরে ধীরে চিন ও বিশ্বের অন্যান্য জনপ্রিয় স্মার্টফোন বাজারে এই ফোন লঞ্চ করবে Oppo। Oppo Reno 2 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। মে মাসে লঞ্চ হওয়া Oppo Reno ফোনের পিছনে ছিল তিনটি ক্যামেরা।
এছাড়াও কোম্পানি জানিয়েছে Oppo Reno 2 ফোনের পিছনে 20X জুমের ক্যামেরা থাকবে। এই ফোনে থাকবে শার্ক ফিন পপ-আপ সেলফি ক্যামেরা। 28 অগাস্ট ভারতে লঞ্চ হবে নতুন এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন