26 ডিসেম্বর লঞ্চ হবে Oppo Reno 3 আর Oppo Reno 3 Pro। ধীরে ধীরে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই জানা গিয়েছে Oppo Reno 3 Pro ফোনে থাকবে Snapdragon 765G চিপসেট। এবার Oppo জানিয়েছে Oppo Reno 3 ফোনে থাকছে MediaTek Dimensity 1000L 5G চিপসেট। এছাড়াও Oppo Reno 3 Pro ফোনে থাকবে VOOC 4.0 ফাস্ট চার্জিং।
ইতিমধ্যেই Oppo অফিশিয়াল ওয়েবসাইটে Oppo Reno 3 সিরিজ সম্পর্কে আগ্রহ প্রকাশ করতে পারবেন গ্রাহকরা। এই পেজে Oppo Reno 3 সিরিজের দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে হয়েছে। জানা গিয়েছে Oppo Reno 3 ফোনে থাকবে MediaTek Dimensity 1000L 5G চিপসেট। Oppo Reno 3 ফোনটি 7.96 মিমি চওড়া।
অন্যদিকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন জানিয়েছেন Oppo Reno 3 Pro ফোনে থাকছে VOOC 4.0 ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 20 মিনিটে এই ফোনের ব্যাটারি 50 শতাংশ চার্জ হয়ে যাবে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল এই ফোনে থাকবে 3,935 mAh ব্যাটারি।
সেপ্টেম্বর মাসে VOOC 4.0 চার্জিং প্রযুক্তি সামনে এনেছিল Oppo। নতুন প্রযুক্তি ব্যবহার করে 4,000 mAh ব্যাটারি মাত্র 30 মিনিটে 67 শতাংশ আর 73 মিনিটে 100 শতাংশ চার্জ হবে।
Oppo Reno 3 সিরিজে থাকছে 360 ডিগ্রি অ্যান্টেনা ডিজাইন। এই কারণে অন্যান্য ফোনের থেকে এই ফোনে সিগনাল গ্রহণ করার ক্ষমতা বেশি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন