লঞ্চ হল Oppo Reno 3 Pro। সোমবার ভারতে এই ফোন নিয়ে এসেছে Oppo। নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কম আলোতেই এই ক্যামেরায় দুর্দান্ত ছবি তোলা যাবে। এই ফোনে রয়েছে 256GB স্টোরেজ।
128GB স্টোরেজে Oppo Reno 3 Pro -র দাম 29,990 টাকা। অন্যদিকে 256GB স্টোরেজে এই ফোন কিনতে 32,990 টাকা খরচ করতে হবে। নীল, কালো ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। 6 মার্চ 128GB স্টোরেজে এই ফোন বিক্রি শুরু হবে। 256GB স্টোরেজে কবে Oppo Reno 3 Pro বিক্রি শুরু হবে জানায়নি চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই 128GB স্টোরেজে Oppo Reno 3 Pro প্রি-অর্ডার শুরু হয়েছে।
লঞ্চ অফারে এইচডিএফসি ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। অফলাইন স্টোর থেকে প্রতিম তিন দিনের মধ্যেই এই ফোন কিনলে কোন ডাউন-পেমেন্ট ছাড়াই ইএমআই মিলবে। এছাড়াও শুধুমাত্র অফলাইন গ্রাহকদের জন্য কমপ্লিট ড্যামেজ প্রোটেকশন পাওয়া যাবে। Oppo Reno 3 Pro গ্রাহকদের মাত্র 1 টাকায় ওয়্যারলেস স্পিকার ও 2,000 টাকায় Enco Free ট্রু ওয়্যারলেস হেডফোন কেনার সুযোগ করে দিইয়েছে চিনের কোম্পানিটি।
ডুয়াল সিম Oppo Reno 3 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি ColorOS 7 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MediaTek Helio P95 চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
Oppo Reno 3 Pro -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল মনো সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের ডুয়াল ক্যামেরায় 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A41 -এর স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। এই ফোনে রয়েছে Dolby Atmos ও Hi-Res Audio সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে একটি 4,025mAh। সঙ্গে থাকছে 30W VOOC Flash Charge 4.0 প্রযুক্তি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন