2019 সালের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করল Oppo। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Oppo Reno Ace। Oppo -র নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে আর 65W ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটে Oppo Reno Ace ফোনের 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। সাথে থাকছে 12GB RAM আর 256GB UFS 3.0 স্টোরেজ।
64MP ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Oppo K5
Oppo Reno Ace এর বেস ভেরিয়েন্টের দাম 3,199 ইউয়ান (প্রায় 32,000 টাকা)। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 256GB স্টোরেজ আর 12GB RAM + 256GB স্টোরেজে Oppo Reno Ace কিনতে যথাক্রমে 3,399 ইউয়ান (প্রায় 34,000 টাকা) আর 3,799 ইউয়ান (প্রায় 38,000 টাকা) খরচ হবে। আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হবে এই স্মার্টফোন। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন
Oppo Reno Ace ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি FHD+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। সাথে থাকছে HDR10+ সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855+ চিপসেট, 12GB RAM আর 256GB UFS 3.0 স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo Reno Ace ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরে থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য এই টপআপ ভাউচার, জেনে নিন তালিকা
কানেক্টিভিটির জন্য Oppo Reno Ace এ থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। Reno Ace এর ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন