Oppo Reno সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ হল। বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে Oppo Reno Z। সম্প্রতি ভারতে এসেছে এই সিরিজের অন্য দুই স্মার্টফোন Oppo Reno আর Oppo Reno 10X Zoom এডিশন। আগের দুই ফোনের মতো Oppo Reno Z ফোনে শার্ক ফিন পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে না। পরিবর্তে এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট।
6GB RAM + 256GB স্টোরেজে Oppo Reno Z এর দাম 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা)। 6 জুন থেকে চিনে এই ফোন বিক্রি শুরু হবে। চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে ভারতে কবে এই ফোন পাওয়া যাবে জানায়নি Oppo।
ডুয়াল সিম Oppo Reno Z ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 6.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। Oppo Reno Z এর ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট, IMG PowerVR GM 9446 GPU, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Oppo Reno Z ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Oppo Reno Z ফোনে রয়েছে 4,035 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন