Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 নভেম্বর 2025 14:50 IST
হাইলাইট
  • Poco F8 Ultra লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে
  • Poco F8 সিরিজ Bose-এর টিউন করা স্পিকার দিয়ে সজ্জিত
  • Poco F8 এর ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম

Poco F8 Series equipped with a Bose-tuned speaker system

Photo Credit: Poco

Poco F8 সিরিজ বুধবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে Poco F8 Pro ও Poco F8 Ultra আত্মপ্রকাশ করেছে। ফোনগুলি একঝাঁক নজরকাড়া ফিচার্সের সঙ্গে এসেছে, যার মধ্যে  প্রথমেই Bose-এর টিউন করা স্পিকার উল্লেখ করতে হয়। এটি গান শোনা বা ভিডিও দেখার সময় অসাধারণ সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করবে। Poco F8 Ultra মডেলে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে, যা বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম মোবাইল প্রসেসর। উভয় ফোনে Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম স্কিম আছে। Poco F8 Pro এসেছে Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে, যা গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। চলুন ফোন দু'টির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Poco F8 Pro স্পেসিফিকেশন, ফিচার্স, দাম

Poco F8 Pro একটি 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (2,510x 1,156 পিক্সেল), 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর চালিত এই ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সহ 6,210mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

পোকো এফ8 প্রো এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 2.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 4K ভিডিও রেকর্ডিং সহ 20 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 স্তরের ধুলো ও জলরোধী ক্ষমতা, 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি। Poco F8 Pro এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি  র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আর্লি বার্ড প্রাইস যথাক্রমে 529 ডলার (প্রায় 47,200 টাকা) এবং 579 ডলার (51,700 টাকা)। আর সাধারণ দাম যথাক্রমে 579 ডলার (51,700 টাকা) ও 629 ডলার (প্রায় 56,100 টাকা)।

Poco F8 Ultra স্পেসিফিকেশন, ফিচার্স, দাম

Poco F8 Ultra মডেলটি 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 2K রেজোলিউশন (2,608 x 1,200 পিক্সেল), HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত এই ফোনে 12 জিবি পর্যন্ত র‍্যাম ও 512 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটিতে 6,500mAh ব্যাটারি আছে। এটি 100W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোকো এফ8 আলট্রা ট্রিপল ক্যামেরার সঙ্গে এসেছে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সঙ্গে 102 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও তুলতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Poco F8 Pro এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 729 ডলার (প্রায় 65,100 টাকা) এবং 799 ডলার (71,300 টাকা)। তবে আর্লি বার্ড অফারে এগুলি যথাক্রমে 679 ডলার (60,600 টাকা) ও 729 ডলার (প্রায় 65,100 টাকা) দামে পাওয়া যাবে। Poco ফোনগুলি ভারতে কবে আনবে, তা এখনও ঘোষণা করেনি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  2. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  4. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  5. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  6. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  7. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
  8. Nano Banana Pro: মানুষের হাতের লেখা হুবহু নকল করছে Google-এর নতুন AI
  9. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  10. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.