Poco F8 সিরিজের বড় আকর্ষণ Bose-টিউনড স্পিকার।
Photo Credit: Poco
Poco F8 Ultra to feature a 6,500mAh battery
Poco F8 সিরিজ নভেম্বর 26 গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই লাইনআপের অধীনে Poco F8 Pro এবং Poco F8 Ultra বাজারে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি অফিসিয়াল রিলিজের আগে একে একে বিভিন্ন তথ্য সামনে আনতে শুরু করেছে। ফোনগুলোর অডিও উন্নত করার লক্ষ্যে Bose-এর সঙ্গে হাত মিলিয়েছে সংস্থা। উভয় স্মার্টফোনে বিখ্যাত মার্কিন সংস্থাটির স্পিকার ব্যবহার হবে। গতকাল ফ্ল্যাগশিপ ফোন দু'টির চিপসেটের নামও প্রকাশ করেছে তারা। Poco F8 সিরিজ Snapdragon 8 Elite লাইনআপের প্রসেসরে রান করবে বলে নিশ্চিত করা হয়েছে। আর এখন দুই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে আনা হয়েছে।
সংস্থাটি তাদের গ্লোবাল X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, Poco F8 Ultra একটি 6,500mAh (টিপিক্যাল) ব্যাটারির সঙ্গে আসবে। অন্য দিকে, Poco X8 Pro মডেলটি 6,210mAh (টিপিক্যাল) ব্যাটারিতে চলবে। ফোনগুলোর চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু বলেনি পোকো।
গতকাল জানা গিয়েছে, Poco F8 Ultra লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে রান করবে। পোকোর দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে অবিশ্বাস্য 39,44,934 পয়েন্ট স্কোর করেছে। অর্থাৎ, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স পাবেন ব্যবহারকারীরা। নতুন স্মার্টফোনটি ভিশনবুস্ট D8 চিপ অফার করবে যা ছবি এবং ভিজ্যুয়াল উন্নত করবে।
Poco F8 Pro ভ্যারিয়েন্ট গত বছরের Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটিও ফ্ল্যাগশিপ লেভেলের চিপ। Poco X8 সিরিজের উভয় মডেলে বোসের অডিও টেকনোলজি থাকছে। স্পিকার সিস্টেম এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ তৈরি হয় ও সাউন্ড আরও প্রাণবন্ত করে তোলে।
প্রসঙ্গত Poco F8 Pro এবং Pro F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে চীনের বাইরে লঞ্চ হচ্ছে। রেডমির এই দুই ফ্ল্যাগশিপ ফোন অক্টোবর মাসে চীনে রিলিজ হয়েছে। তবে গ্লোবাল ভার্সনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। যেমন, K90 ও K90 Pro Max যথাক্রমে 7,100mAh এবং 7,560mAh ব্যাটারির সঙ্গে চাইনিজ মার্কেটে উপলব্ধ। ফোন দু'টির ডিজাইন অবশ্য বদলাচ্ছে না।
Redmi K90 Pro Max-এর স্টাইলে Poco F8 Ultra বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এতে ডেনিম জিন্সের অনুকরণে ব্যাক প্যানেলে বিশেষ টেক্সচার আছে। Xiaomi 17-এর মতো ফোনটির পিছনে উপরিভাগের প্রায় সমস্ত অংশ জুড়ে ক্যামেরা মডিউল অবস্থিত। সেখানে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ক্যামেরার পাশে একটি গোল স্পিকারের উপর 'সাউন্ড বাই বোস' ব্র্যান্ডিং আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন