Poco Pad X1 ট্যাবকে কোম্পানি "পাওয়ারফুলি স্লিম" ট্যাগলাইনের মাধ্যমে প্রচার করছে। অর্থাৎ, এটি হালকা হলেও শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। ট্যাবটি Snapdragon 7+ Gen 3 প্রসেসরে রান করবে। এর সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে থাকবে।
Poco F8 Pro মডেলটি Snapdragon 8 Elite প্রসেসরে চলবে, যেখানে F8 Ultra ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে জানা গেছে। ডিজাইন, প্রসেসর, বা ফিচার — সবকিছুই ইঙ্গিত করছে যে, Poco F8 Pro ও F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন।