Poco Pad X1 নভেম্বর 26 Poco F8 সিরিজের সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে।
Photo Credit: Poco
Poco Pad X1 to Feature a 144Hz display
Poco Pad X1 নভেম্বর 26 Poco F8 সিরিজের সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। শুক্রবার নতুন ট্যাবলেট আনার ঘোষণা করেছে শাওমির সাব-ব্র্যান্ডটি। স্লিম ডিজাইনও ও পাওয়ারফুল হার্ডওয়্যার ট্যাবটির মুখ্য আকর্ষণ হতে চলেছে। Poco Pad X1 এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে কোম্পানি। এটি 3.2K রেজোলিউশনের বিশাল ডিসপ্লের সঙ্গে আসবে। স্ক্রিনের চারপাশে সরু বেজেল থাকবে। ট্যাবটি Snapdragon 7 সিরিজের প্রসেসরে রান করবে। Poco F8 Pro ও Poco F8 Ultra একই তারিখে আত্মপ্রকাশ করছে। এই দুই স্মার্টফোনে Snapdragon 8 Elite সিরিজের ফ্ল্যাগশিপ চিপসেট থাকছে।
পোকো প্যাড এক্স1 ট্যাবকে কোম্পানি "পাওয়ারফুলি স্লিম" ট্যাগলাইনের মাধ্যমে প্রচার করছে। অর্থাৎ, এটি হালকা হলেও শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। ট্যাবটি Snapdragon 7+ Gen 3 প্রসেসরে রান করবে। এর সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে থাকবে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে।
Poco Pad X1 এর বর্গাকার ক্যামেরা মডিউলের বর্ডারে হলুদ রঙ আছে। ট্যাবলেটটি Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট করবে বলে জানা গেছে। টিজারে ট্যাবটির পিছনে পোগো পিন আছে কী-বোর্ড সংযুক্ত করার কাজে ব্যবহার করা যাবে। ট্যাবের নিচে ডুয়াল স্পিকার গ্রিল রয়েছে। ডিভাইসটির অন্যান্য তথ্য শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Poco F8 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। অন্য দিকে, Poco F8 Pro ভ্যারিয়েন্ট Snapdragon 8 Elite প্রসেসরে চলবে। ফোনগুলি যথাক্রমে 6,500mAh এবং 6,210mAh ব্যাটারি দ্বারা চালিত হবে। চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু বলেনি পোকো।
Poco F8 Pro এবং Pro F8 Ultra যথাক্রমে Redmi K90 ও K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে চীনের বাইরে লঞ্চ হচ্ছে। রেডমির ফ্ল্যাগশিপ ফোনগুলি অক্টোবর মাসে চীনে রিলিজ হয়েছে। তবে গ্লোবাল ভার্সনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। যেমন, K90 ও K90 Pro Max যথাক্রমে 7,100mAh এবং 7,560mAh ব্যাটারির সঙ্গে চাইনিজ মার্কেটে উপলব্ধ। এদের গ্লোবাল মডেলে ব্যাটারি ডাউনগ্রেড করা হয়েছে। ফোন দু'টির ডিজাইন অবশ্য বদলাচ্ছে না। Ultra মডেলটি বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
Poco F8 সিরিজের উভয় স্মার্টফোনে Bose-টিউনড স্পিকার থাকবে। স্পিকারটি এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ উৎপন্ন হয় ও অডিও আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিশ্ববিখ্যাত অডিও ব্র্যান্ডটির সঙ্গে এই জোট পোকোর কাছে বাড়তি অ্যাডভ্যান্টেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iPhone 17e, Affordable MacBook Said to Launch Next Year Alongside 12th Generation iPad