Poco M8 5G will sport a 3D curved display
Photo Credit: Flipkart
Poco M8 5G জানুয়ারি 8 ভারতে লঞ্চ হওয়ার কথা ডিসেম্বর মাসের শেষে ঘোষণা করা হয়েছে। এটি একটি আকর্ষণীয় মিড-রেঞ্জ ফোন হিসেবে বাজারে আসছে। লঞ্চের প্রায় এক সপ্তাহ আগেই স্মার্টফোনটির ডিসপ্লে, প্রসেসর, ও সফটওয়্যার সাপোর্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে শাওমির সহযোগী সংস্থাটি। Poco M8 5G মডেলের অন্যতম আকর্ষণ হবে 3D কার্ভড ডিসপ্লে। ডিভাইসে চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে পোকো। ফোনে AI-পরিচালিত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার উপস্থিতি আগেই নিশ্চিত করেছে কোম্পানি।
ফ্লিপকার্টে বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট থেকে Poco M8 5G-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ হচ্ছে। সেটি এখন ডিসপ্লে, প্রসেসর, ও সফটওয়্যার ডিটেলস দিয়ে আপডেট করা হয়েছে। ফোনটির সামনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,080 x 2,392 পিক্সেল রেজোলিউশন, ও 100 শতাংশ DCI-P3 Colour Gamut সাপোর্ট করবে। স্ক্রিনে ওয়েট টাচ 2.0 বৈশিষ্ট্য থাকছে, যার ফলে ভেজা হাতে টাচস্ক্রিন চালানো যাবে।
পোকো এম8 5G চলবে স্ন্যাপড্রাগন 6 জেন 3 প্রসেসরে। এটি AnTuTu বেঞ্চমার্কে 8,25,000 স্কোর করতে সক্ষম হয়েছে। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র্যাম অফার করবে, যার মধ্যে 8 জিবি ফিজিক্যাল ও 8 জিবি ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত। ফোনটি জল এবং ধুলো থেকে IP66 স্তরের সুরক্ষা প্রদান করবে। হ্যান্ডসেটে অ্যান্টি ড্রপ এবং স্ক্র্যাচ প্রটেকশন থাকছে।
Poco M8 5G-তে SGS MIL-STD-810 সার্টিফিকেশন আছে। অর্থাৎ এটি সহজে ভাঙবে না এবং বাকি পাঁচটা মোবাইল ফোনের থেকে বেশি মজবুত ও টেকসই। পোকোর আপকামিং ফোনটি 7.35 মিমি পুরু এবং ওজন 178 গ্রাম। ডিভাইসটি Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম সফটওয়্যারে রান করবে। এটি শীঘ্রই Hyper OS 3 আপডেট পাবে। ছয় বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ প্রদান করার কথা জানিয়েছে সংস্থা।
ডিজাইনের কথা বললে, Poco M8 5G নতুন ক্যামেরা লেআউট এবং স্টাইলিশ ডুয়াল টোন ব্যাক প্যানেলের সঙ্গে আসছে। ফোনটির পিছনে ম্যাট ফিনিশের সঙ্গে ভিগান লেদারের সংমিশ্রণ বর্তমান। প্রসঙ্গত, পোকোর ফোনটি আসলে Redmi Note 15 5G এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, যা জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে।
Poco M8 5G কেমন দামে ভারতে আসবে, তা এখনও জানা যায়নি। তবে ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে, Redmi Note 15 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা রাখা হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.