Realme GT 7 এর 10,000mAh ব্যাটারির একটি কনসেপ্ট মডেল গত মে মাসে উন্মোচিত হয়েছিল।
Photo Credit: Realme
Realme GT 7 কনসেপ্টে 320W ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল
হালে যে সব নতুন স্মার্টফোন বাজারে এসেছে, তার মধ্যে সিংহভাগ মডেলে 6,000mAh থেকে 7,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারি স্ট্যান্ডার্ড ফিচারে পরিণত হয়েছে। Realme খুব সম্প্রতি 15,000mAh ব্যাটারি সহ একটি স্মার্টফোন প্রদর্শন করে শোরগোল ফেলে দিয়েছিল। কিন্তু সেটি ছিল কনসেপ্ট ফোন বা প্রোটোটাইপ। সংস্থাটি এখন আরেকটি ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যেখানে থাকবে 10,000mAh ব্যাটারি। সবথেকে বড় ব্যাপার হল, এটি সাধারণ ক্রেতাদের হাতে তুলে দেবে তারা। অর্থাৎ এমন বিশাল ক্ষমতার ব্যাটারি বাণিজ্যিকভাবে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিয়েলমি। 10,000mAh ব্যাটারি যুক্ত আসন্ন ফোনটির উৎপাদন 2026 সালের শুরুর দিকে চালু হবে। ফলে আগামী বছর স্মার্টফোনটি দোকানে পাওয়া যেতে পারে।
এই তথ্যটি চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo থেকে আমাদের হাতে এসেছে। ওই মাইক্রোব্লগিং সাইটে একজন ব্যবহারকারী রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেজ জু-কে কোম্পানির 10,000mAh হ্যান্ডসেটের উৎপাদনের সময়সীমা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। এর উত্তরে তিনি সংক্ষেপে লিখেছেন, “বছরের শুরু”। মন্তব্যটি নিশ্চিত করেছে যে, রিয়েলমির প্রথম 10,000mAh ব্যাটারির স্মার্টফোন 2026 সালের শুরুর দিকে ব্যাপক উৎপাদনে প্রবেশ করবে। তবে বছরের ঠিক কোন সময় লঞ্চ হবে, তা এখনও অজানা।
Photo Credit: Weibo/ Chase Xu
উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থাটি মে মাসে ভারতে Realme GT 7 এর একটি কনসেপ্ট মডেল উন্মোচন হয়েছিল। হ্যান্ডসেটটিতে 10,000mAh ব্যাটারি এবং 320W ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। তখন কোম্পানি বলেছিল, তারা একটি অতি-উচ্চ সিলিকন সমৃদ্ধ অ্যানোড ব্যাটারি ব্যবহার করেছে, যেখানে সিলিকনের অনুপাত 10 শতাংশ। ব্যাটারির এনার্জি ডেনসিটি (শক্তি ঘনত্ব) ছিল 887Wh/L। অর্থাৎ, এই ধরনের ব্যাটারি তুলনামূলক ছোট জায়গায় আরও বেশি বিদ্যুৎ জমা করতে পারে। ফলে ফোনে বড় ব্যাটারি রাখা যায়, কিন্তু আকার আয়তনে খুব বেশি বাড়ে না।
এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, রিয়েলমির কনসেপ্ট ফোনটি 8.5 মিলিমিটারেরও কম পুরু ছিল এবং ওজন 200 গ্রামের সামান্য বেশি। হ্যান্ডসেটটির মিনি ডায়মন্ড আর্কিটেকচার বিশাল ব্যাটারির জন্য জায়গা তৈরি করার জন্য অভ্যন্তরীণ লেআউট পুনর্বিন্যাস করতে সাহায্য করেছিল। রিয়েলমি কর্তা যে ফোনটির কথা বলছেন, সেটিই Realme GT 7 কনসেপ্ট কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।
প্রসঙ্গত, আগস্টের শেষে চীনে রিয়েলমির 15,000mAh ব্যাটারির একটি অত্যাধুনিক স্মার্টফোন প্রদর্শিত হয়েছে। এতে পরপর 25টি সিনেমা দেখা যাবে বলে দাবি করেছে কোম্পানি। সম্পূর্ণ চার্জ করা অবস্থায় সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত টিকবে। এর। এর মাধ্যমে 18 ঘন্টা পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করা যাবে। 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখতে পারবেন। আবার ফ্লাইট মোড অন করে রেখে দিলে 3 মাস পর্যন্ত ফোনটি সচল থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন