Realme GT concept phone with a 10,000mAh battery showcased in May, 2025
Photo Credit: Realme
Realme মে মাসে একটি কনসেপ্ট স্মার্টফোন প্রকাশ করেছিল। ফোনটির বিশেষত্ব ছিল পাওয়ারফুল 10,000mAh সিলিকন অ্যানোড ব্যাটারি। আবার আগস্টে 15,000mAh ব্যাটারি-যুক্ত আরও একটি অবিশ্বাস্য হ্যান্ডসেট প্রদর্শন করে চমকে দিয়েছিল চাইনিজ ব্র্যান্ডটি। তবে ফোনগুলি প্রোটোটাইপ মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছিল। অর্থাৎ কমার্শিয়াল লঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল না। কিন্তু নতুন রিপোর্ট বলছে, 2026 সালেই হাই-ক্যাপাসিটি ব্যাটারির ফোন ক্রেতাদের হাতে তুলে দিতে পারে তারা। 10,001mAh ব্যাটারি-যুক্ত একটি রহস্যময় Realme ডিভাইসের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। খবরটি সত্যি হলে, স্মার্টফোন ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে পিছনে ফেলবে।
রিয়েলমির রহস্যময় স্মার্টফোনের ছবি টেলিগ্রামে প্রকাশিত একটি পোস্ট (MT Today-এর মাধ্যমে) থেকে সামনে এসেছে। সেখানে মার্কেটিং নাম উল্লেখ ছিল না, কিন্তু মডেল নম্বর হিসেবে RMX5107 দেওয়া আছে। ফোনের অ্যাবাউট ডিভাইস পেজে সফটওয়্যারের জায়গায় Realme UI 7.0 উল্লেখ করা আছে, যা কোম্পানির Android 16 ভিত্তিক কাস্টম স্কিন। এটি নভেম্বরে ঘোষণা হয়েছিল। কিন্তু এখনও কোনও ফোনে রোলআউট হয়নি।
টেলিগ্রাম পোস্টে রিয়েলমির আসন্ন ফোনের 12 জিবি র্যাম ও 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ দেখা গিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, এতে রিয়েলমির অন্যান্য মডেলের মতো ডাইনামিক র্যাম এক্সপ্যানশন ফিচার পাওয়া যেতে পারে। Honor ইতিমধ্যেই তাদের Power 2 স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে, যেখানে 10,000mAh ব্যাটারি থাকবে। ফাঁস হওয়া তথ্য সত্যি হলে, রিয়েলমির ফোনটি ব্যাটারি ক্যাপাসিটির দিক Honor-কে একচুল ব্যবধানে ছাপিয়ে যেতে পারে।
Realme phone with 10,001mAh battery
Photo Credit: MT Today
প্রসঙ্গত, আগস্টে প্রদর্শিত 15,000mAh ব্যাটারি-যুক্ত ফোনে ফুল চার্জে পরপর 25টি সিনেমা দেখা যাবে বলে দাবি করেছিল রিয়েলমি। সম্পূর্ণ চার্জ করা অবস্থায় সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল। টানা 18 ঘন্টা পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করার কথাও বলা হয়েছিল। ফ্লাইট মোড চালু অবস্থায় 3 মাস পর্যন্ত ফোনটি সচল থাকবে বলে জানিয়েছিল সংস্থা।
এছাড়াও, কনসেপ্ট স্মার্টফোনটি 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখা সম্ভব করেছে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ডিভাইসটিকে পোর্টেবল (বহনযোগ্য) পাওয়ার স্টেশন হিসেবে প্রচার
করেছিল কোম্পানি। কিন্তু 10,001 বা 15,000mAh ক্ষমতার ফোন ঠিক কবে নাগাদ বাজারে আসবে, তা এখন বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, Realme Neo 8 চীনে 2026 সালের জানুয়ারিতে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসরে রান করবে। ফলে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স মিলবে। দাবি করা হচ্ছে যে ফোনটিতে সবথেকে বড় আপগ্রেড থাকবে ব্যাটারি ডিপার্টমেন্টে। এটি 8,000mAh সিঙ্গেল সেল ব্যাটারির সঙ্গে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.