স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 জুলাই 2025 12:46 IST
হাইলাইট
  • AI Edit Genie ভয়েসের মাধ্যমে ছবিতে ফিল্টার যোগ এবং বস্তু সরিয়ে দিতে পারে
  • AI Party একটি ক্যামেরা-নির্ভর ফিচার
  • Realme 15 সিরিজ জুলাই মাসেই ভারতে লঞ্চ হবে

Realme 15 5G ও Realme 15 Pro 5G উভয় AI ফিচার্স অফার করবে

Photo Credit: Realme

Realme 15 সিরিজ কেমন ফিচার্সের সাথে ভারতে আসবে, তা নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। ক্রেতাদের নজর কাড়তে এখন মোবাইল ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার চরমে। সেই ধারা বজায় রেখে রিয়েলমির নতুন স্মার্টফোন লাইনআপে দুটি দারুণ AI ফিচার্স যুক্ত হচ্ছে। প্রথমটি হল AI Edit Genie। এটি ভয়েস এনাবল্ড অর্থাৎ ভয়েস দ্বারা চালিত। সহজ ভাষায় বললে, স্ক্রিন স্পর্শ না করে একে কমান্ড দিয়ে ফটো ইচ্ছামতো এডিট করা যেতে পারে। আর দ্বিতীয় ফিচারটি হল AI Party, যা কনসার্ট, ডান্স ফ্লোর বা পার্টির মতো পরিবেশে ক্যামেরাকে আলোর গতিবিধির সাথে মানানসই ছবি তুলতে সাহায্য করে। এই বছর রিয়েলমির নম্বর সিরিজে Pro+ ভেরিয়েন্ট থাকছে না। শুধু Realme 15 5G ও Realme 15 Pro 5G মডেল দুটি আসতে চলেছে।

Realme 15 সিরিজের AI Edit Genie ফিচার কীভাবে কাজ করে

ক্যাফেতে বসে ছবি তুলেছেন কিন্তু ছবিটা যেন মনঃপুত হচ্ছে না। মুখটা নিস্প্রান লাগছে। ব্যাকগ্রাউন্ডে কীসের একটা অভাব বোধ হচ্ছে। এমনকি, গায়ের পোশাকটিও মানানসই মনে হচ্ছে না। স্ক্রিনে আঙুল না ছুঁয়েই কেবল মুখে হুকুম দিয়েই এমন ধরনের ছবি এডিট করা যাবে Realme 15 সিরিজে। সাধারণ ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করে খুঁত সরিয়ে ফেলার ফিচারটির নাম হল AI এডিট জেনি। "মেকআপ ফিল্টার যোগ করা", "ত্বকে তরতাজা ভাব আনা", "ব্যাকগ্রাউন্ডে অবাঞ্জিত বস্তু মুছে ফেলা" — এই সবকিছুই ব্যবহারকারীরা মুখে বলে ছবি এডিট করতে পারবে।

Realme 15 সিরিজের AI Party ফিচার আসলে কী

Realme 15 সিরিজের আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার হল AI পার্টি। এটি ফোনের ক্যামেরার সাহায্যে বুঝতে পারে, ব্যবহারকারী কনসার্টে, ডান্স ফ্লোরে, নাকি কোনও হাউস পার্টি উপভোগ করছেন। তারপর সমস্ত ডেটা স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে রিয়েল-টাইমে ক্যামেরার শাটার স্পিড, কনট্রাস্ট এবং স্যাচুরেশনের মতো সেটিংস অ্যাডজাস্ট করে কম বা বেশি বা আলো, কিংবা যে কোনও আলোকসজ্জায় স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে।

Realme 15 Pro 5G এর ডিজাইন ফাঁস হয়েছে

91Mobiles তাদের একটি প্রতিবেদনে Realme 15 Pro 5G এর ফাঁস হওয়া ডিজাইন প্রকাশ করেছে। ফোনটির রূপালী রঙটিকে 'ফ্লোয়িং সিলভার' নামে ডাকা হবে বলে শোনা যাচ্ছে। Realme 15 Pro 'সিল্ক পার্পল' ও 'ভেলভেট গ্রিন' রঙের বিকল্পেও লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

Realme 15 5G স্পেসিফিকেশন

কোম্পানি কিছু না বললেও, রিয়েলমি 15 5G মডেলে 120Hz রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট AMOLED ডিসপ্লে থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। Snapdragon প্রসেসর থাকবে ফোনটিতে। 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা। এই মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল Ai+ Pulse ও Nova 5G স্মার্টফোন, দাম মাত্র 4,999 টাকা
  2. Amazon Prime Day 2025 সেলে কম দামে বিক্রি হবে iPhone 15, কত টাকা ছাড় জানেন
  3. স্ক্রিনে টাচ করার দিন অতীত, মুখে বলে ছবি এডিট করার AI ফিচার Realme 15 সিরিজে
  4. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  5. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
  6. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  7. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  8. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  9. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  10. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.