Realme 15 5G ও Realme 15 Pro 5G লঞ্চ হল ভারতে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 জুলাই 2025 20:59 IST
হাইলাইট
  • Realme 15 5G সিরিজে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Realme 15 Pro 5G ফোনে 6,500 নিট ব্রাইটনেসের ডিসপ্লে রয়েছে
  • Realme 15 5G সিরিজ 7,000mAh ব্যাটারির সাথে এসেছে

Realme 15 5G সিরিজ ট্রিপল ক্যামেরার সাথে এসেছে

Photo Credit: Realme

Realme 15 5G এবং Realme 15 Pro 5G বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল। Realme 15 5G সিরিজকে 'AI পার্টি ফোন' হিসেবে অভিহিত করেছে কোম্পানি। রিয়েলমির দাবি, ফোন দু'টি ক্যামেরার দক্ষতা, অত্যাধুনিক AI, ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে। প্রতিটি মডেলে 'AI Edit Genie' ফিচার ও 'AI Party Mode' রয়েছে, যা তরুণ প্রজন্মকে আকর্ষিত করবে। Realme 15 5G এবং Realme 15 Pro 5G উভয়ই 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে এসেছে। সামনেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। দু'টো ক্যামেরাই 4K 60FPS ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। Realme 15 5G সিরিজে 80W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনগুলি 4D Curve+ ডিসপ্লের সাথে এসেছে, যা 6,500 নিট ব্রাইটনেস অফার করে।

ভারতে Realme 15 5G এবং Realme 15 Pro 5G এর দাম

Realme 15 5G ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে৷ 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা। আর টপ-এন্ড 12 জিবি + 256 জিবি অপশনের মূল্য 30,999 টাকা। ক্রেতারা 2,000 টাকা ডিসকাউন্ট অফার পাবেন। এর ফলে, স্মার্টফোনটির দাম যথাক্রমে 23,999 টাকা, 25,999 টাকা, ও 27,999 টাকায় নেমে আসবে। এটি ফ্লোয়িং সিলভার, ভেলভেট গ্রীন, এবং সিল্ক পিঙ্ক রঙের বিকল্পে উপলব্ধ।

অন্যদিকে, Realme 15 Pro 5G এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। এছাড়া, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে যথাক্রমে খরচ হবে 35,999 টাকা ও 38,999 টাকা। প্রতিটি মডেলে 3,000 টাকা ডিসকাউন্ট  থাকার ফলে আরও কম দামে কেনা যাবে। এই ফোনটিও ফ্লোয়িং সিলভার, ভেলভেট গ্রীন, এবং সিল্ক পিঙ্ক রঙে উপলব্ধ। Realme 15 সিরিজের সেল জুলাই 30, দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট, রিয়েলমির ওয়েবসাইট, এবং অফলাইন স্টোরগুলিতে শুরু হবে।

Realme 15 5G এবং Realme 15 Pro 5G ফিচার্স, স্পেসিফিকেশন

প্রথমেই ফটোগ্রাফি ডিপার্টমেন্টে আসা যাক৷ Realme 15 Pro 5G এর পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। অন্যদিকে, Realme 15 5G এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে 50 মেগাপিক্সেল Sony IMX882 মেইন সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স বর্তমান। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Realme 15 5G এবং 15 Pro 5G-তে AI Edit Genie এবং AI Party ফিচার আছে। প্রথমটির মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে ফটো ইচ্ছামতো এডিট করা যেতে পারে। এটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ফিল্টার যোগ, ছবি থেকে বস্তু সরিয়ে ফেলা সহ নানা কাজ করতে সক্ষম। আর AI Party ফিচারটি পার্টি বা কনসার্টের মতো পরিবেশে ছবি তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও, এআই ম্যাজিকগ্লো 2.0, এআই ল্যান্ডস্কেপ, এআই গ্লেয়ার রিমুভার, এআই মোশন কন্ট্রোল এবং এআই স্ন্যাপ মোডের মতো গুচ্ছের AI বৈশিষ্ট্য উপলব্ধ। Realme 15 সিরিজে উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য GT Boost 3.0 প্রযুক্তি এবং Gaming Coach 2.0 সাপোর্ট আছে।

রিয়েলমি 15 5G এবং রিয়েলমি 15 প্রো  5G উভয় ফোনেই 7,000mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সমর্থন করে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66 + IP68 + IP69 রেটিং মিলবে। সুরক্ষার জন্য, ফোনগুলি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সজ্জিত। স্ট্যান্ডার্ড মডেলে MediaTek Dimensity 7300+ চিপসেট আছে, যেখানে Realme 15 Pro 5G চলে Snapdragon 7 Gen 4 SoC প্রসেসরে।

ফোন দু'টি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অপশনে উপলব্ধ ও Android 15 ভিত্তিক Realme UI 6 কাস্টম অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। Realme 15 5G এবং 15 Pro 5G উভয়েই 6.8-ইঞ্চি হাইপারগ্লো 4D কার্ভ+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস, 1.5K (2,800 × 1,280 পিক্সেল) রেজোলিউশন, ও কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung সবচেয়ে সস্তায় AI ল্যাপটপ লঞ্চ করল, একবার চার্জে 19 ঘন্টা ভিডিও দেখা যাবে
  2. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  3. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  4. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  5. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  6. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  7. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  8. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  9. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  10. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.