আসন্ন Realme ফোনে বিল্ট-ইন কুলিং ফ্যান রয়েছে। সেটাকেই মজার ছলে বলা হয়েছে AC ইনসাইড, অর্থাৎ ভিতরে এসি।
Photo Credit: Realme
আপকামিং Realme ফোনে বিল্ট-ইন কুলিং ফ্যান আছে
Realme গত মে মাসে 10,000mAh ব্যাটারির একটি প্রোটোটাইপ স্মার্টফোন উন্মোচন করে টেক দুনিয়াকে পুরো চমকে দিয়েছিল। চাইনিজ সংস্থাটি আগামীকাল এর থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি যুক্ত ফোন প্রকাশ করতে চলেছে। রিয়েলমির 15,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন আগস্ট 27, বুধবার আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। নিঃসন্দেহে মোবাইল ফোনের জগতে এক নয়া রেকর্ড গড়তে চলেছে তারা। তবে শুধুমাত্র বাহুবলী ব্যাটারি একমাত্র চমক নয়। ফোনটিতে ভারী কাজ (গেমিং বা এডিটিং) করার সময় উৎপন্ন তাপ কমানোর জন্য AC সিস্টেম থাকবে। শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছে রিয়েলমি।
রিয়েলমির ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজ থেকে একটি রিল আপলোড করেছে। সেখানেই আপকামিং মডেলকে "চিল ফ্যান ফোন" বলে সম্বোধন করা হয়েছে। আসলে এতে বিল্ট-ইন কুলিং ফ্যান রয়েছে। সেটাকেই রিয়েলমি মজার ছলে বলেছে "AC ইনসাইড", অর্থাৎ ভিতরে এসি। এর বাম ফ্রেমে একটি গ্রিল লক্ষ্য করা গিয়েছে যার মধ্য দিয়ে বাতাস বেরিয়ে হ্যান্ডসেটটিকে ঠান্ডা রাখবে বলে অনুমান করা হচ্ছে। কোম্পানি দাবি করেছে, এটি 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম।
স্মার্টফোন যত আধুনিক হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর ব্যবহারের সময়। আমরা সোশ্যাল মিডিয়া দিনে কতক্ষণ ঘাঁটাঘাঁটি করি তার খেয়ালই থাকে না। স্মার্টফোনে গেমিং বা ভিডিয়ো এডিট করার মতো ভারী কাজের সময় প্রচুর তাপ উৎপন্ন হওয়াটা স্বাভাবিক। এর জন্য প্যাসিভ কুলিং যেমন ভেপার চেম্বার বা হিট পাইপ ব্যবহার করে তাপ কমানো হয়। ফোন ঠান্ডা রাখার এই ব্যবস্থা প্যাসিভ কুলিং নামে পরিচিত। ফোনে জায়গা ও ব্যাটারির শক্তি বাঁচাতে বেশিরভাগ ফোনে এমন কুলিং সিস্টেম দেখা যায়।
কিন্তু এখন হাই-পারফরম্যান্স অথবা শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনে তাপ অপসারণের কার্যকরী পদ্ধতি হিসেবে বিল্ট-ইন ফ্যানের মতো অ্যাক্টিভ কুলিং সিস্টেম ব্যবহার হচ্ছে। Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro এই মাসে ভারতে লঞ্চ হয়েছে যা দেশের প্রথম সেন্ট্রিফিউগাল ফ্যান সমেত স্মার্টফোন। 15,000mAh ব্যাটারির আসন্ন Realme ফোনটির পিছনে চৌকো ক্যামেরা মডিউল আছে। তবে এতে ক্যামেরার সংখ্যা এখনও জানা যায়নি। বিস্তারিত তথ্য আগামীকাল প্রকাশ হবে।
প্রসঙ্গত, Realme একটি কনসেপ্ট ফোন মে মাসে প্রদর্শন করেছিল। এতে অবিশ্বাস্য 320W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 10,000mAh ব্যাটারি ছিল। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, কনসেপ্ট ডিভাইসটির ওজন 200 গ্রামের একটু বেশি ছিল। এটি প্রায় 8.5 মিমি পুরু৷ সেই সময়, প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ফোনটিতে 'মিনি ডায়মন্ড' আর্কিটেকচার রয়েছে যার অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলির পুনর্বিন্যাস করে বিশাল ব্যাটারির জন্য জায়গা তৈরি করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন