Realme 15T সিল্ক ব্লু, স্যুট টাইটানিয়াম, এবং ফ্লোয়িং সিলভার কালার অপশনে উপলব্ধ হবে
Photo Credit: Realme
Realme 15T ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। হুবহু আইফোনের মতো দেখতে এই আসন্ন ফোনটির স্পেসিফিকেশন, দাম, এবং ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। আইফোন প্রো মডেলে যেমন ক্যামেরা সাজানো থাকে, রিয়েলমির নতুন হ্যান্ডসেটে ঠিক তেমনভাবেই ক্যামেরা লেআউট করা। চৌকো ক্যামেরা মডিউল সহ তিনটি রঙে পাওয়া যাবে এটি। MediaTek Dimensity 6400 Max প্রসেসর চালিত Realme 15T এর দুই মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া Realme 14T 5G মডেলটির আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী হিসেবে আসছে।
টিপস্টার অভিষেক যাদবের X (সাবেক টুইটার) পোস্ট অনুসারে, Realme 15T এর দাম ভারতে 20,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ কনফিগারেশন থাকবে। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা থাকবে। ফোনটি সিল্ক ব্লু, স্যুট টাইটানিয়াম, এবং ফ্লোয়িং সিলভার কালার অপশনে উপলব্ধ হবে।
রিয়েলমি 15টি যে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স চিপসেটের সঙ্গে আসছে, সে কথা আগেই বলেছি। এই 6 ন্যানোমিটারের প্রসেসর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে যুক্ত। ফোনের সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 7.79 মিমি পুরু এবং ওজন 181 গ্রাম৷ স্মার্টফোনটি 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। তবে এর বাক্সে 80W অ্যাডাপ্টার দেওয়া হতে পারে।
এছাড়াও, ফোনটি রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচার অফার করতে পারে। Realme 15T এর ব্যাক প্যানেলের বাম কোণে অবস্থিত একটি বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
রিয়েলমির নতুন ফোন থেকে তাপ অপসারণ করার জন্য 6,050 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে। এতে এআই গ্লেয়ার রিমুভাল, এআই ল্যান্ডস্কেপিং এবং এআই লাইভ ফটোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স থাকার সম্ভাবনা রয়েছে। কোম্পানি খুব শীঘ্রই ডিভাইসটি লঞ্চের ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, রিয়েলমি গতকাল দু'টি কনসেপ্ট স্মার্টফোন প্রকাশ করেছে। প্রথমটি হল, 15,000mAh ব্যাটারির ফোন৷ এটি একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত টিকবে। এতে 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখা যাবে। আর দ্বিতীয় মডেলটি হল বিশ্বের প্রথম AC যুক্ত মোবাইল ফোন। আসলে এতে ইন-বিল্ট মিনিয়েচার কুলিং ফ্যান রয়েছে যা থেকে বাতাস বেরোয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.