Realme 3 Pro তে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার
Redmi Note 7 Pro কে টেক্কা দিতে এপ্রিল মাসে বাজারে আসছে Realme 3 Pro। লঞ্চের ঠিক আগে নতুন ফোনের টিজার প্রকাশ করলেন Realme প্রধান মাধব শেঠ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন মাধব। তিনি জানিয়েছেন এই ছবিগুলি Realme 3 Pro ক্যামেরায় তোলা। Redmi Note 7 Pro এর মতোই Realme 3 Pro ফোনেও থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা।
ট্যুইটারে Realme 3 Pro ফোনে তোলা ছবিগুলি শেয়ার করেছে মাধব। সোশ্যাল মিডিয়ায় মোট তিনটি ছবি পোস্ট করা হয়েছে। এর মধ্যে দুটি ফোনের পিছনের ক্যামেরায় তোলা আর একটি ছবি সেলফি ক্যামেরা ব্যবহার করে তোলা।
Realme 3 Pro ক্যামেরায় তোলা ছবি
ছবি: ট্যুইটার/ মাধব শেঠ
ছবিতে ক্যামেরা স্পেসিফিকেশন জানানো না হলেও একটি ছবি দেখে মনে হচ্ছে এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে HDR সাপোর্ট। মার্চ মাসে Realme 3 লঞ্চ ইভেন্টে Realme 3 Pro লঞ্চের ঘষনা করেছিলেন মাধব। তিনি জানিয়েছিলেন Redmi Note 7 Pro এর সাথে প্রতিযোগিতায় এপ্রিল মাসে বাজারে আসবে Realme 3 Pro। সেই সময় এই ফোনের রিয়ার ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকার খবর জানিয়েছিল চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন