অনেক দিন ধরেই চারটি ক্যামেরার স্মার্য়ফোন লঞ্চের ঘোষনা করছে Realme। এবার লঞ্চ হতে চলেছে কোম্পানির প্রথম কোয়াড ক্যামেরা স্মার্টফোন Realme 5 আর Realme 5 Pro। 20 অগাস্ট লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। Realme 5 Pro ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 20 অগাস্ট দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ই ফোনের চারটি ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও থাকছে একটি অলট্রা ওয়াইড ক্যামেরা, একটি সুপার ম্যাক্রো ক্যামেরা আর একটি ডেপ্ত সেন্সর।
ট্যুইটারে Realme জানিয়েছে 20 অগাস্ট লঞ্চ Realme 5 Pro। একই সাথে Realme 5 লঞ্চ হবে কি না জানায়নি চিনের কোম্পানিটি। ট্যুইটে কোম্পানি জানিয়েছে Realme 5 Pro ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকছে চারটি ক্যামেরা। 20 অগাস্ট দুপুর 12 টা 30 মিনিটে শুরু হবে লঞ্চ।
Introducing #realme5Pro, India's first 48MP Quad Camera smartphone in its segment! Witness the launch of the #QuadCameraSpeedster at 12:30 PM, 20th August. #JoinTheReal5quad
— realme (@realmemobiles) August 13, 2019
One more product on the way.
Know more: https://t.co/IczXkhy4lB pic.twitter.com/VcwdcG7zWU
অন্য এক পোস্টে Realme জানিয়েছে Realme 5 Pro এর সাথেই লঞ্চ হবে Realme 5। Flipkart এ ইতিমধ্যেই এই দুই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। সেখানে জানানো হয়েছে Realme 5 Pro ফোনে থাকবে একটি 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর ক্যামেরা। সাথে থাকবে 4cm ফোকাল ডিসটেন্সের ম্যাক্রো লেন্স। চতুর্থ সেন্সরটি ডেপ্ত সেন্সরের কাজ করবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ক্যামেরা স্পেসিফিকেশন ছাড়া Realme 5 সিরিজ ফোন সম্পর্কে অন্য কোন তথ্য পাওয়া যায়নি। অনেকেই মনে করেছিলেন Realme 5 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। কিন্তু জল্পনার অবসান ঘটিএ Realme জানিয়ে দিল 48 মেগাপিক্সেল ক্যামেরায় এই ফোন লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন