Flipkart এ প্রকাশিত টিজারে জানানো হয়েছে 20 অগাস্ট পরবর্তী স্মার্টফোন লঞ্চ করবে Realme। ঐ দিন ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে।
Photo Credit: Flipkart
20 অগাস্ট পরবর্তী স্মার্টফোন লঞ্চ করবে Realme
20 অগাস্ট ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করবে Realme। শুধুমাত্র Flipkart থেকে নতুন এই স্মার্টফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই Realme 5 সিরিজের টিজার প্রকাশ করেছে ইকমার্স কোম্পানিটি। গত সপ্তাহে কোম্পানি জানিয়েছিল শিঘ্রই 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ক্যামেরায় থাকবে Samsung ISOCELL Bright GW1 সেন্সর। দীপাবলীর আগেই ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করার কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি।
Flipkart এ প্রকাশিত টিজারে জানানো হয়েছে 20 অগাস্ট পরবর্তী স্মার্টফোন লঞ্চ করবে Realme। ঐ দিন ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিটে লঞ্চ ইভেন্ট শুরু হবে।
এই ফোনে পিছনে চারটি ক্যামেরার সাথেই থাকবে এলইডি ফ্ল্যাশ। এই প্রথম কোন Realme ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা যাবে। এর আগে সব Realme ফোনের পিছনে সর্বোচ্চ দুটি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
সম্প্রতি 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করার ঘোষনা করেছিল Realme। এই ফোনে থাকবে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর। কোম্পানি জানিয়েছিল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথেই আরও তিনটি সেন্সর থাকবে এই ক্যামেরায়। একই সেন্সর ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Samsung ও Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Could Feature Revamped Lock Screen Customisation, 3D Wallpaper Effects, One UI 8.5 Leak Shows
HMD XploraOne Teased to Launch Soon as Kid-Friendly Phone; Specifications Tipped