বৃহস্পতিবার ভারতে আসছে Realme 6 ও Realme 6 Pro। করোনাভাইরাসের কারণে অনুষ্ঠান বাতিল করে অনলাইনে এই দুই ফোন লঞ্চ করবে Realme।
বৃহস্পতিবার Realme 6 সিরিজ লঞ্চ অনলাইনে সরাসরি দেখা যাবে
বৃহস্পতিবার ভারতে আসছে Realme 6 ও Realme 6 Pro। করোনাভাইরাসের কারণে অনুষ্ঠান বাতিল করে অনলাইনে এই দুই ফোন লঞ্চ করবে Realme। Realme 6 -এ MediaTek চিপসেট ব্যবহার হবে। অন্যদিকে Realme 6 Pro তে Snapdragon চিপসেট থাকবে। এই ফুই ফোনেই থাকবে হোল-পাঞ্চ 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।
Realme -র অফিশিয়াল YouTube চ্যানেল থেকে Realme 6 সিরিজ লঞ্চ সরাসরি সম্প্রচারিত হবে। আজ দুপুর 12 টা 30 মিনিটে এই অনুষ্ঠান শুরু হবে। নীচের প্লে বাটনে ক্লিক করে Realme 6 ও Realme 6 Pro লঞ্চ সরাসরি দেখতে পাবেন।
সম্প্রতি এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এই দুই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। থাকছে 90 Hz রিফ্রেশ রেড ডিসপ্লে। Realme 6 Pro তে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features