বৃহস্পতিবার লঞ্চ হল Realme 6 ও Realme 6 Pro। এক অনলাইন ইভেন্ট থেকে এই দুই স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে Realme।
Realme 6 Pro রে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে
বৃহস্পতিবার লঞ্চ হল Realme 6 ও Realme 6 Pro। এক অনলাইন ইভেন্ট থেকে এই দুই স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে Realme। Realme 6 -এ একটি মাত্র সেলফি ক্যামেরা থাকলেও Realme 6 Pro তে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে। এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।
6GB RAM + 64GB স্টোরেজে Realme 6 Pro -র দাম 16,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজে এই ফোন কিনতে 17,999 টাকা ও 18,999 টাকা খরচ হবে। 13 মার্চ দুপুর 12 টায় এই ফোন বিক্রি শুরু হবে।
RAM + 64GB স্টোরেজে Realme 6 -এর দাম 12,999 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 14,999 টাকা ও 15,999 টাকা খরচ হবে। 11 মার্চ এই ফোন বিক্রি শুরু করবে Realme।
ডুয়াল সিম Realme 6 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে 6.6 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।
Realme 6 Pro -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের ডুয়াল ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS, NavIC, ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। Realme 6 Pro -র ওজন 202 গ্রাম।
কালার ডিসপ্লে সহ লঞ্চ হল Realme Band; ফিচারগুলি দেখে নিন
ডুয়াল সিম Realme 6 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।
Realme 6 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। Realme 6 -এর ওজন 191 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Series Could Launch at a Higher Price Due to Rising Component Costs: Report