5 মার্চ লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। একই সঙ্গে অনলাইন ও অফলাইন স্টোরে এই দুই ফোন বিক্রি শুরু হবে। এ
Realme 6, Realme 6 Pro -তে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে
5 মার্চ লঞ্চ হবে Realme 6 ও Realme 6 Pro। একই সঙ্গে অনলাইন ও অফলাইন স্টোরে এই দুই ফোন বিক্রি শুরু হবে। এতদিন শুধুমাত্র অনলাইন স্টোর থেকে Realme-র স্মার্টফোন বিক্রি শুরু হতো। এই প্রথম একই সঙ্গে অনলাইন ও অফলাইন স্টোর থেকে স্মার্টফোন বিক্রি শুরু করছে Realme। 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে TRealme 6 Pro -র বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাবে। অন্যদিকে 12,000 টাকা থেকে 1,5000 টাকার মধ্যে পাওয়া যাবে Realme 6।
Realme জানিয়েছে করোনাভাইরাস প্রাদুর্ভাব সত্ত্বেও লঞ্চের সময় এই দুই ফোনের যথেষ্ট স্টক থাকবে। অনলাইন ও অফলাইন স্টোর থেকে দ্রুত এই দুই ফোন বিক্রি শুরু হবে।
এবার মধ্যবিত্তের পকেটেও 5G স্মার্টফোন! এসে গেল Vivo Z6 5G
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি 91Mobiles -এ প্রকাশিত অন্য এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এই দুই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। থাকছে 90 Hz রিফ্রেশ রেড ডিসপ্লে। Realme 6 Pro তে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5 Design Revealed in Leaked Render; Tipped to Feature Snapdragon 8 Gen 5 Chip
Samsung Galaxy Z TriFold Fresh Leaks Reveal 5,437mAh Battery, Snapdragon SoC, and More