29 সেপ্টেম্বর শুরু হচ্ছে Flipkart Big Billion Days সেল। 30 সেপ্টেম্বর থেকে সস্তা হবে বিভিন্ন ইলেকট্রইনিক প্রোডাক্ট। এই সেলে সস্তা হবে একাধিক জনপ্রিয় Realme স্মার্টফোন। এই ফোনগুলি হল Realme C2, Realme 2 Pro, Realme 3, Realme 3 Pro আর Realme 5 Pro। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। একই সময়ে Amazon Great India Festival সেলে সস্তা হবে Realme U1। এই সময় বিভিন্ন Realme স্মার্টফোনে 1,991 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর সাথেই থাকছে ব্যাঙ্ক অফার। একই সময়ে Realme.com ওয়েবসাইটে চলবে Realme Festive Days sale। সেখান থেকেও এই অফারের সুবিধা পাওয়া যাবে।
Amazon Great Indian Festival Sale 2019: কোন প্রোডাক্টে কত ছাড়? দেখে নিন
Flipkart Big Billion Days সেলে সস্তা হবে Realme C2, Realme 5 আর Realme 3 Pro। এই তিন ফোনের দাম 1,000 টাকা কমবে। Realme 5 Pro প্রিপেড বুকিং এ 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। Realme 2 Pro ফোনে 1,991 টাকা ছাড় মিলবে।
এই সেলে Flipkart থেকে Realme স্মার্টফোন কিনলে Axis ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। একই সময়ে Realme.com ওয়েবসাইটে চলবে Realme Festive Days sale। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই অফারে Realme.com থেকে নতুন ফোন কিনলে 500 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও Paytm আর MobiKwik গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার।
Flipkart Big Billion Days Sale 2019: কোন ফোনে কত ছাড়? দেখে নিন
মডেল | এখন দাম | অফারে দাম | ডিসকাউন্ট |
---|---|---|---|
Realme C2 (2GB+32GB) | 6,999 টাকা | 5,999 টাকা | 1,000 টাকা |
Realme C2 (3GB +32GB) | 7,999 টাকা | 6,999 টাকা | 1,000 টাকা |
Realme 2 Pro | 10,990 টাকা | 8,999 টাকা | 1,991 টাকা |
Realme 5 (3GB + 32GB) | 9,999 টাকা | 8,999 টাকা | 1,000 টাকা |
Realme 5 (4GB + 64GB) | 10,999 টাকা | 9,999 টাকা | 1,000 টাকা |
Realme 5 Pro | 13,999 টাকা | 12,999 টাকা (প্রি-বুকিং) | 1,000 টাকা |
Realme 3 Pro | 12,999 টাকা | 11,999 টাকা | 1,000 টাকা |
Realme U1 | 8,999 টাকা | 7,999 টাকা | 1,000 টাকা |
চুরি যাওয়া ফোন খুঁজে দিতে নতুন পোর্টাল নিয়ে এল টেলিকম দপ্তর
একই সময়ে Amazon থেকে Realme U1 কিনলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন